Bangladesh: বাতাসে রাসায়নিক ঝাঁঝ, চট্টগ্রামে বিস্ফোরণের পর এখনও জ্বলছে আগুন

রাসায়নিক ঝাঁঝে জ্বলছে চট্টগ্রামের সীতাকুন্ড। শনিবার রাতে যে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ঘটেছিল তার আগুন সোমবারও জ্বলছে। নিহত কমপক্ষে ৪৯ জন। তবে বেসরকারি হিসেবে ৫০ জনের…

রাসায়নিক ঝাঁঝে জ্বলছে চট্টগ্রামের সীতাকুন্ড। শনিবার রাতে যে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ঘটেছিল তার আগুন সোমবারও জ্বলছে। নিহত কমপক্ষে ৪৯ জন। তবে বেসরকারি হিসেবে ৫০ জনের বেশি। চারশো জনের অধিক গুরুতর জখম হয়ে চিকিৎসাধীন। বাংলাদেশ (Bangladesh) সেনা ও দমকল বাহিনী আগুন নেভানোর চেষ্টা করছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেনার ডিপোতে বিস্ফোরণে নিহতদের শনাক্তকরণ চনছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডিএনএ পরীক্ষার পর পুড়ে যাওয়া দেহগুলি নির্দিষ্ট পরিবারকে পাঠানো হচ্ছে। চিকিৎসাধীন ৭০ থেকে ৮০ জনের শ্বাসনালী পুড়ে গেছে।

   

মৃত্যুপুরী চট্টগ্রামের সীতাকুন্ড। চারিদিকে হাহাকার। জখম অনেকেই আশঙ্কাজনক। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানাচ্ছে, বিস্ফোরণের কারণ রাসায়নিক দাহ্যে আগুন ধরে যাওয়া। তবে ওই ডিপোর কোন কন্টেনারে কী ধরণের দাহ্য মজুত তা এখনও জানা যায়নি। ফলে ডিপোর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। বিস্ফোরণস্থল ওই ডিপোর নিয়ন্ত্রণ নিয়েছে সেনা বাহিনীর ইঞ্জিনিয়ার কোর।

বঙ্গোপসাগরের জলে রাসায়নিক মিশে যেতে পারে এমন আশঙ্কা বাড়ছিল। সেনা বাহিনী ড্রেনেজ ব্যবস্থা আটকে দিয়ে সাগরে রাসায়নিক দূষণ ছড়ানো রুখতে পেরেছে।