Bangladesh: বাংলাদেশে ভোট নাশকতা, ট্রেনে শিশু-মহিলা যাত্রীদের ‘পুড়িয়ে খুন’

নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাংলাদেশ (Bangladesh) অগ্নিগর্ভ। রাজনৈতিক সংঘর্ষের পাশাপাশি চলছে যাত্রীদের উপর হামলা। ট্রেন ও বাসে পরপর হামলা ও নাশকতার একটার পর একটা…

bangladesh

নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাংলাদেশ (Bangladesh) অগ্নিগর্ভ। রাজনৈতিক সংঘর্ষের পাশাপাশি চলছে যাত্রীদের উপর হামলা। ট্রেন ও বাসে পরপর হামলা ও নাশকতার একটার পর একটা ঘটনা ঘটছে। সোমবার ভোরে বাংলাদেশে ট্রেন যাত্রীদের পুড়িয়ে খুনের ঘটনা ঘটল। শিশু-মহিলা সহ একাধিক যাত্রী ‘খুন’। দূরপাল্লার ট্রেনে আগুন ধরিয়ে যাত্রীদের পুড়িয়ে খুন করার অভিযোগ। আগামী ৭ জানুয়ারি নির্বাচন। আরও নাশকতার আশঙ্কা থাকছে।

বিবিসি জানাচ্ছে, সোমবার ভোরে রাজধানী ঢাকার তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন ধরানো হয়। এটি পরিকল্পিত। অভিযোগ কয়েকজন ট্রেনটিতে আগুন ধরায়। দুর্বৃত্তরা। পোড়া ট্রেনের কামরা থেকে ৪ জনের দেহ উদ্ধার করা হয়।

   

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মহম্মদসশাহজাহান শিকদার বলেন, ভোরে তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসের ৩টি বগিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।মৃতদের একজন নাদিরা আক্তার পপি (৩২) ও তার ৩ বছরের ছেলে ইয়াছিন। বাকি দুজন পুরুষ। তাদের পরিচয় জানা যায়নি। চারজনের লাশ পুলিশের হেফাজতে রয়েছে।  

তেজগাঁও থানার ওস মহম্মদ মহসীন জানান, ট্রেনটি নেত্রকোনা থেকে ঢাকায় আসছিল। বিমানবন্দর স্টেশন পার হয়ে ট্রেনটি খিলক্ষেতে আসলে যাত্রীরা আগুন দেখতে পান। এরপর চালক ট্রেনটি তেজগাঁওয়ে থামান।আগুন নেভানো ও লাশগুলো উদ্ধারের পর ট্রেনটি কমলাপুর রেলস্টেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে।