টানা নয় বছর ভারতের মাটিতে ঠায় দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশের বিমানটি, কোন উদ্দেশ্যে?

নয় নয় করে নয় বছর পেরিয়ে গেল। কিন্তু এখনও ভারতের মাটিতে ঠাঁয় দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশের বিমানটি। হ্যাঁ, শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি। ছত্তিশগড়ের রায়পুর বিমানবন্দরের…

Bangladesh plane in Indian since last nine years

নয় নয় করে নয় বছর পেরিয়ে গেল। কিন্তু এখনও ভারতের মাটিতে ঠাঁয় দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশের বিমানটি। হ্যাঁ, শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি। ছত্তিশগড়ের রায়পুর বিমানবন্দরের টারম্যাকে এখনও দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশের ম্যাগডোনেল ডগলাস ৮৩ বিমানটি। কিন্তু কেন?

জানা যায়, ২০১৫ সালে ঢাকা থেকে ওমানের মাস্কট যাওয়ার পথে রায়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। আচমকা বিমানের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ১৭৩ জন যাত্রী-সহ জরুরি অবতরণ করেছিল সেটি। তারপর থেকে রায়পুর বিমানবন্দরই রয়েছে বিমানটি।

   

সেবির মতো আর্থিক প্রতিষ্ঠানে ‘মোদী-ঘনিষ্ঠ’, হিন্ডেনবার্গ কী বিরোধীদের দাবিকেই মান্যতা দিল?

কিন্তু রোদে-জলে ভিজলেও বিমানটি নিয়ে ভবিষ্যতে কী হবে,কেউ জানে না। কারণ এই ধরণের ঘটনা ভারতে এই প্রথম। তাই এখনও পর্যন্ত কোনও আইন নেই। গত ন’বছরে একাধিকবার বাংলাদেশের ওই বিমান সংস্থার ইঞ্জিনিয়াররা এসে বিমানটি সারানোর চেষ্টা করেছেন, কিন্তু লাভ হয়নি। শেষমেশ হাল ছেড়েছেন তাঁরাও।

খেলা ঘুরছে! রাশিয়ার ভেতরে ঢুকে হামলা চালাচ্ছে ইউক্রেন

বাংলাদেশে একাধিকবার চিঠি লিখেও সুরাহা হয়নি সমস্যার। বিমানবন্দরে এতদিন কোনও বিদেশি বিমান থাকায় তার চার কোটি টাকার ওপর ভাড়া মেটাবে কে? কেউ জানেনা।

আমেরিকার দাবি না মানায় ক্ষমতাচ্যুত হলাম, ভারত থেকে বার্তা হাসিনার

২০১৬ সালে বাংলাদেশ ইউনাইটেড এয়ারওয়েজের ঝাঁপ বন্ধ হয়। তারপর থেকে আরও অনিশ্চিত হয়ে পড়ে একাকী বিমানটির দেশে ফেরার ভাগ্য।