
ফের একবার ভুয়ো তথ্য দিয়ে নিখুঁত ভারতীয় পাসপোর্ট বানানোর অভিযোগ বাংলাদেশির (Bangladesh) বিরুদ্ধে। এত নিখুঁত পাসপোর্ট জাল নাকি আসল তা বুঝতেই পারেনি ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির অভিবাসন কর্মীরা। এই পাসপোর্ট নিয়ে ভারত থেকে দুবাইতে থাকে এক আত্মগোপনকারী খুনি বাংলাদেশি, যার বিরুদ্ধে বাংলাদেশের এক পুলিশ অফিসারকে খুনের অভিযোগ রয়েছে। অভিযুক্তের নাম ভারতীয় পাসপোর্টে আরাভ খান। তবে তার আসল পরিচয় রবিউল ইসলাম। ঢাকা মহানগর পুলিশ জানাচ্ছে, দীর্ঘ সময় পলাতক রবি়উল ওরফে আরাভ এখন চিহ্নিত।
এই তদন্তে জড়িয়ে পড়েছেন বাংলাদেশের অন্যতম ক্রিকেটার শাকিব আল হাসান। তাঁর সাথে খুনের আসামী আরাভ ওরফে রবিউলের যোগাযোগ নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে পুলিশ।
সম্প্রতি বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার শাকিব আল হাসান দুবাইতে আরাভ জুয়েলারি শো রুমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। সেই অনুষ্ঠানের ছবি দেখে বাংলাদেশ পুলিশ বিভাগ চিহ্নিত করে আরাভ ওরফে রবিউলকে। তার সাথে শাকিব আল হাসানের যোগাযোগ কী করে হলো সেই তথ্য অনুসন্ধান করতে থাকে পুলিশ। তদন্তে উঠে এসেছে পুলিশ অফিসার খুনের আসামী রবিউল ভারতীয় নাগরিক হিসেবে আরাভ নামের পাসপোর্টধারী। ভুয়ো ভারতীয় পরিচয় নিয়ে সে দুবাইতে থাকে।
বাংলাদেশে চাঞ্চল্যকর পুলিশ পরিদর্শক মহম্মদ মামুন ইমরান খান খুনের আসামী আরাভ খান (রবিউল)। ২০১৮ সালে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এবং অফিসারকে একটি পার্টিতে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়। সেই ঘটনায় জড়িত আরাভ ওরফে রবিউল। তদন্তে উঠে এসেছে রবিউল গোপনে ভারতে ঢুকে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার নরেন্দ্রপুরের বাসিন্দা হিসেবে থাকত। এই সময় আরাভ খান নামে জাল পরিচয় দিয়েই ভারতীয় পাসপোর্ট বানায়। তারপর দুবাই চলে যায়।
ঢাকা মহানগর পুলিশ জানতে পারে ২০২০ সালে বাংলাদেশি রবিউল ভারত থেকে পাসপোর্ট সংগ্রহ করে। ইউ ৪৯৮৫৩৮৯ নম্বর লেখা তার ভারতীয় পাসপোর্ট কলকাতা থেকে ইস্যু করা হয়। এতে রবিউলের নাম আরাভ খান হিসেবে উল্লেখ করা হয়। পাসপোর্টে দেওয়া তথ্য অনুযায়ী, আরাভের জন্ম ১৯৯৩ সালের ৩১ জুলাই পশ্চিমবঙ্গের নরেন্দ্রপুরে। পাসপোর্টের মেয়াদ ২০৩০সালের ২৭ জুলাই শেষ হবে। তদন্তে আরও উঠে এসেছে আরাভ এখন দুবাইয়ে থাকে। আরব আমিরশাহি সরকার ২০২১ সালের ৩১ অক্টোবর তাকে রেসিডেন্ট পারমিট দিয়েছে। সেই পারমিটের মেয়াদ আগামী বছরের ৩০ অক্টোবর শেষ হবে।
আরাভ খান ওরফে রবিউল ইসলাম বাংলাদেশের গোপালগঞ্জের কোটালীপাড়ার আশুতিয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মতিউর রহমান মোল্লা।