Srabanti Chatterjee: বিবাহ বিচ্ছেদের মামলা স্থগিত, গায়ে বসন্তের রং লাগালেন শ্রাবন্তী

125
Bengali actress Srabanti ChatterjeeBengali actress Srabanti Chatterjee

বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম অভিনেত্রীদের মধ্যে জনপ্রিয় শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)। বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রির টপ লিডিং অ্যাকট্রেস হিসাবেও তাঁর নাম ওপরে উঠে আসে। তাঁর সৌন্দর্য্য কিংবা অভিনয় নিয়ে নতুন করে বলার কিছু নেই। কারণ তাঁর অভিনয় সকলের নজর কেড়েছে এটা বলার দরকার তেমন ভাবে পরে না। তবে শুধু অভিনয় নয় তাঁর আরও একটি ব্যাপার সকলের নজর কেড়েছে আর তা হলো ব্যক্তিগত জীবন।

নিজের কেরিয়ারে চূড়ান্ত সফল হলেও নিজের ব্যক্তিগত জীবনে কোনোদিনই সেইভাবে সফল হয়ে উঠতে পারেননি অভিনেত্রী। তার কারণ হিসাবে অবশ্য সমাজে নানা গুঞ্জন উঠেছে প্রায়ই। সে দিক দিয়ে অনেকেই অভিনেত্রীর অতিরিক্ত প্রেম ভাবকে দোষারোপ করেছেন অনেকেই। কারণ ইতিমধ্যেই অভিনেত্রী বেশ কতগুলি বৈবাহিক সম্পর্কে জড়িয়েছেন।

শুধু তাই নয়, সম্প্রতি আদালতে তাঁর একটি বিবাহ বিচ্ছেদের মামলা চলছে রোশন সিংয়ের সাথে। যদিও আদালত ভারতীয় দন্ডবিধি অনুযায়ী ১২৫ ধারার যে খোরপোষের দাবি তুলেছিলেন তা আপাতত স্থগিত রেখেছে আদালত।

তবে বর্তমানে টলি পাড়ায় কান পাতলেন শোনা যাচ্ছে এক অন্য কাহিনী। রোশন সিংয়ের সাথে বিবাহ বিচ্ছেদের মামলা চললেও ওই একই আবাসনের অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে নাকি তাঁর সম্পর্ক বেশ অনেকটাই গভীর হয়েছে। শুধু তাই নয়, একসাথে কফি শপে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন অ্যাওয়ার্ড শোতেও যাচ্ছেন তাঁরা। যদিও অভিনেত্রী বা পরিচালক সেইভাবে সকলের সামনে মুখ খুলতে রাজি হননি।