Slavko Damjanovic: ফাইনাল জিতে সন্তানদের আবদার মেটানে চান স্লাভকো

সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের তারকা ফুটবলার প্রীতম কোটাল ও শুভাশিস বোসের মতো তারকাদের কথা শুনে ঠিক সেরকমই ইঙ্গিত মিলেছে। এবার ঠিক একইরকম সুর দলের আরেক তারকা স্লাভকো (Slavko Damjanovic)।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের তারকা ফুটবলার প্রীতম কোটাল ও শুভাশিস বোসের মতো তারকাদের কথা শুনে ঠিক সেরকমই ইঙ্গিত মিলেছে। এবার ঠিক একইরকম সুর দলের আরেক তারকা স্লাভকো (Slavko Damjanovic)।

এই মুহূর্তে একেবারে শেষলগ্নে চলে এসেছে হিরো ইন্ডিয়ান সুপার লিগ (ISL)। আগামী শনিবার গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির সঙ্গে ফাইনাল ম্যাচ খেলবে হুয়ান ফেরেন্দোর এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। এক কথায় যা হাড্ডাহাড্ডি ম্যাচের রূপ নিতে চলেছে। যার সাক্ষী থাকতে চলেছে গোটা দেশের ফুটবলপ্রেমী মানুষ, তা কিন্তু বলাই চলে।

তাই গতকাল বিকেলে শেষ অনুশীলন করে আজ গোয়ার পথে রওনা দিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। তাছাড়া আগের থেকে অনেকটাই সুস্থ দলের ভরসাযোগ্য উইঙ্গার আশিক কুরুনিয়ান। যারফলে আগের থেকে অনেকটাই আত্মবিশ্বাস বেড়েছে এটিকে মোহনবাগানের।

পূর্বে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের তারকা ফুটবলার প্রীতম কোটাল ও শুভাশিস বোসের মতো তারকাদের কথা শুনে ঠিক সেরকমই ইঙ্গিত মিলেছে। এবার ঠিক একইরকম সুর দলের আরেক তারকা স্লাভকো (Slavko Damjanovic)। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকা, সার্বিয়া ও হাঙ্গেরির মতো দেশগুলিতে খেলে একাধিক টুর্নামেন্ট জিতেছি। ভারতে এসে এই প্রথমবার কোনও ট্রফি জেতার সুবর্ণ সুযোগ এসেছে। তাই এটা কোনও ভাবেই হাতছাড়া করতে চাই না। আমার দুই মেয়ে ও ছেলে প্রত্যেকদিন ফোন করে ট্রফি জিতে আসার কথা বলছে।

এমন কি মন্টেনেগ্রোতে যারা আমাদের খেলা দেখেন তারা সবাই আমাদের জন্য প্রার্থনা করেছে। সেই চেষ্টা করছি। ট্রফিটা জেতার চেষ্টা চালিয়ে যাচ্ছি। জয়ের প্রস্তুতি নিচ্ছি। আমার মতে ডার্বি ম্যাচটাই আমাদের সবচেয়ে কঠিন ম্যাচ ছিল। সেটা জেতার পর থেকেই দল ফর্মে আছে। বেঙ্গালুরু ও দারুন ফর্মে আছে। তবে আগামী শনিবার আমরা ওদের জয় থামাব।

উল্টোদিকে নিজেদের সর্বোচ্চ দিয়ে এটিকে মোহনবাগান কে আটকাতে মরিয়া সুনীল ব্রিগেড। পাশাপাশি আরও একবার আইএসএলের স্বাদ পেতে দিনরাত অনুশীলনে মননিবেশ করেছেন রয়কৃষ্ণা ও প্রবীররা। শেষ হাসি কারা হাসে এখন সেটাই দেখার বিষয়।