Lashkar e Taiba: ভারতে একাধিক নাশকতার মাথা জঙ্গি নেতা পাকিস্তানেই খুন

পাকিস্তানে লস্কর-ই-তৈবার (lashkar e taiba) প্রাক্তন কমান্ডার আকরাম খানকে গুলি করে খুন করা হয়েছে। মৃত জঙ্গি নেতা আকরাম খান ওরফে আকরাম গাজিকে খুব কাছ থেকে…

পাকিস্তানে লস্কর-ই-তৈবার (lashkar e taiba) প্রাক্তন কমান্ডার আকরাম খানকে গুলি করে খুন করা হয়েছে। মৃত জঙ্গি নেতা আকরাম খান ওরফে আকরাম গাজিকে খুব কাছ থেকে গুলি করা হয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের  বাজাউর জেলায়। নিহত জঙ্গি নেতা 2018 থেকে 2020 সাল পর্যন্ত লস্কর সংগঠনের নিয়োগ নেতৃত্ব দিত।ভারত বিরোধী বক্তৃতা ও নাশকতার পরিকল্পনায় লস্কর সংগঠনের শীর্ষ নেতা ছিল আকরাম।

চলতি বছর এই নিয়ে পরপর তিন জন শীর্ষ জঙ্গি নেতাকে গুলি করে খুনের ঘটনা ঘটল।পাঠানকোট হামলার মূল পরিকল্পনাকারী শহিদ লতিফকে পাকিস্তানে গুলি করে খুন করা হয়। লতিফ পাকিস্তানের গুজরানওয়ালা শহর থেকে ভারতে 2016 সালে পাঠানকোট এয়ার ফোর্স স্টেশনে লুকিয়ে থাকা চার জঙ্গিক একজন হ্যান্ডলার ছিল। এরপর পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে আল-কুদুস মসজিদের ভিতরে গুলি করে হত্যা করা হয় রিয়াজ আহমেদ ওরফে আবু কাসিম নামে এক জঙ্গিকে। আর একই কায়দায় লস্কর শীর্ষ নেতা আকরামকে খুন করা হলো।

আকরাম গাজি 2018 থেকে 2020 সাল পর্যন্ত লস্করের জন্য সন্ত্রাসীদের শীর্ষস্থানীয় নিয়োগকারীদের মধ্যে একজন ছিল। বেশ কিছু যুবককে জঙ্গি হিসেব নিয়োগ করেছিল। তারা  গত দু বছরে বারবার কাশ্মীর উপত্যকা হয়ে ভারতে অনুপ্রবেশ করে। জম্নু-কাশ্মীরে একাধিক নাশকতায় এরা জড়িত। জঙ্গি নেতা গাজি খুনের পিছনে কে? লস্কর-ই-তৈয়বার মধ্যেই গাজিকে তার এক প্রতিদ্বন্দ্বীরা হত্যা করেছে বলেও মনে করা হচ্ছে।