Weather: নামল পারদ, কালীপুজোর আগে রাজ্যে শীতের আমেজ

ভোরে শিরশিরানি ভাব। পরিষ্কার আকাশ, রাজ্যে হালকা শীতের আমেজ। কালীপুজোর আগে আজ ধনতেরাসের আনন্দে গা ভাসাতে চলেছে বাংলার মানুষ।সকাল, সন্ধ্যেয় শীতের আমেজ থাকলেও আপাতত বৃষ্টির…

ভোরে শিরশিরানি ভাব। পরিষ্কার আকাশ, রাজ্যে হালকা শীতের আমেজ। কালীপুজোর আগে আজ ধনতেরাসের আনন্দে গা ভাসাতে চলেছে বাংলার মানুষ।সকাল, সন্ধ্যেয় শীতের আমেজ থাকলেও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ।তবে নতুন করে আর তাপমাত্রা নামার সম্ভাবনা কম জানিয়েছে আবহাওয়া দফতর ৷

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে আগামী ৫ থেকে ৭ দিন এরকমই থাকবে আবহাওয়া। অর্থাৎ কালীপুজোতে শীতের আমেজ থাকবে। ভাইফোঁটাতেও আবহাওয়া একইরকম থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের উত্তর ও উত্তর পশ্চিমে শুষ্ক হাওয়া প্রভাব বিস্তার করবে। ফলে ধনতেরাসের দিন কোনও বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায়। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ২২ ডিগ্রির আশপাশে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে ১৬ থেকে ১৮ ডিগ্রিতে থাকবে তাপমাত্রা।

শুক্রবার উত্তরবঙ্গের আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।

কলকাতায় আজ, শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২১.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি নীচে। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৬ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২১ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস।