তৃণমূল বিধায়ককে খুনের ষড়যন্ত্রে গ্রেফতার যুবক

খুনের ষড়যন্ত্র করা হচ্ছে তাঁর বিরুদ্ধে। ১৮ মে এমনই অভিযোগে থানায় মামলা দায়ের করেন ক্যানিং পশ্চিমের তৃণমূল (Trinamool) কংগ্রেস বিধায়ক পরেশরাম দাস। অভিযোগের ভিত্তিতে চিরঞ্জিত…

Canning

খুনের ষড়যন্ত্র করা হচ্ছে তাঁর বিরুদ্ধে। ১৮ মে এমনই অভিযোগে থানায় মামলা দায়ের করেন ক্যানিং পশ্চিমের তৃণমূল (Trinamool) কংগ্রেস বিধায়ক পরেশরাম দাস। অভিযোগের ভিত্তিতে চিরঞ্জিত হালদার ওরফে চিরণ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ৷ ধৃতের সঙ্গে বিজেপির যোগ রয়েছে এমনই অভিযোগ। সূত্রের খবর, জেল থেকেই বিধায়ককে খুনের ছক কষেছিল অভিযুক্ত। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।

মাস ছয়েক আগে ক্যানিংয়ের তৃণমূল নেতা কমল মল্লিককে খুন হয়৷ সেবার অভিযোগ ওঠে এই চিরণ ও তার সঙ্গীদের বিরুদ্ধে। তদন্তে নেমে মূল অভিযুক্ত চিরন সহ মোট চারজনকে গ্রেফতার করে ক্যানিং থানার পুলিশ। কিছুদিন আগেই জেল থেকে মুক্তি পেয়েছে সে। এবার বিধায়ক পরেশরাম দাসকে খুনের ষড়যন্ত্রের অভিযোগ উঠল তার বিরুদ্ধে।

   

অভিযোগ, জেলে থাকাকালীন বিধায়ককে খুনের ছক কষেছিল সে৷ জামিনে মুক্ত হওয়ার পর মণিরুল নামে বাসন্তীর এক যুবককে সঙ্গী করে চিরণ৷ বারুইপুর পুলিশ জেলার এসপি, ক্যানিং থানা সহ অন্যান্য আধিকারিকদের কাছে অভিযোগ জানান বিধায়ক।

সোমবার রাতে অভিযুক্তকে ধরতে অভিযান চালায় পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। সঙ্গে ছিল ক্যানিং থানার পুলিশ। নরেন্দ্রপুর থেকে ধৃতকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত চিরঞ্জিত বিজেপি আশ্রিত বলে জানিয়েছেন তৃণমূল বিধায়ক৷