১০৮ পুরসভা ‘দখল’ নিতে তৈরি তৃণমূল, বিরোধী বিজেপি না বাম প্রশ্ন

রবিবার ১০৮টি কেন্দ্রে পুরভোট। আসন্ন পুরভোটকে কেন্দ্র করে কোমর বেঁধে শেষ বেলার প্রচার করেছেন প্রার্থীরা। গত পুরনিগম ভোটে শাসক টিএমসির একচ্ছত্র জয় হয়। তবে বিরোধী…

রবিবার ১০৮টি কেন্দ্রে পুরভোট। আসন্ন পুরভোটকে কেন্দ্র করে কোমর বেঁধে শেষ বেলার প্রচার করেছেন প্রার্থীরা। গত পুরনিগম ভোটে শাসক টিএমসির একচ্ছত্র জয় হয়। তবে বিরোধী দল বিজেপি নামে তিন নম্বরে। ভোটের নিরিখে রাজ্যে ফের বামফ্রন্ট উঠে আসছে দ্বিতীয় স্থানে। এবার পুরসভা ভোটের ফলাফল নিয়ে বিরোধীদের অবস্থান বেশি আলোচিত। কারণ, রাজ্যের সর্বত্র হবে ভোট। বিশেষত মফস্বলের শাসক বিরোধী ভোটারদের অভিমুখ কি বিজেপি ছেড়ে বামমুখী থাকবে এই নিয়ে তুমুল আলোচনা।

পুরসভা অনেকেই প্রার্থী হতে পারেননি, সেই নিয়ে রাজ্যের শাসক দল ও বিজেপিতে ক্রমশ জোরালো হয়েছে ‘বিদ্রোহী’দের সুর। এই বিদ্রোহীদের ক্ষোভ প্রশমনে নেতৃত্ব ময়দানে নামলেও কাজের কাজ খুব একটা হয়নি। ইতিমধ্যে কয়েকটি পুরসভা নিজেদের দখলে নিয়েছে ঘাসফুল শিবির।

অন্যদিকে এক রিপোর্ট অনুযায়ী, রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি সমস্ত ওয়ার্ডে প্রার্থী দিতে পারেনি। যা নিয়ে অস্বস্তিতে রয়েছে বঙ্গ গেরুয়া শিবির। তবে প্রার্থী পদ নিয়ে বামফ্রন্টের সংযত ছবি এসেছে। এতেই ভোট তাদের দিকে ঘুরছে বলে বিশ্লেষণ।

১০৮ টি পুরসভায় ভোট রয়েছে। তবে এই কেন্দ্রগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য বঙ্গ বিজেপি নেতাদের আবেদন গ্রহণ করতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট।এর আগে আগামী পুর নির্বাচনগুলি কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে কিনা সেই মর্মে শুনানি ছিল কলকাতা হাইকোর্টে।

রাজ্যের ১০৮ টি পুরসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী এবং মাইক্রো অবজারভার, অবজারভার চেয়ে কলকাতা হাই কোর্টে বিজেপির করা জনস্বার্থ মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চ।