Ukraine War: ইউক্রেন থেকে ৫০ লক্ষ মানুষ ঘরছাড়া হবেন, উদ্বেগে রাষ্ট্রসংঘ

ইউক্রেনে রুশ অভিযান (Ukraine War) শুরু হওয়ার পর বিশ্বজুড়ে শরণার্থী বিষয়ক পরিসংখ্যান আরও তীব্র হলো। কমপক্ষে ৫০ লক্ষ ইউক্রেনীয় ঘরছাড়া হবেন বলে আশঙ্কা করা হচ্ছে।…

ইউক্রেনে রুশ অভিযান (Ukraine War) শুরু হওয়ার পর বিশ্বজুড়ে শরণার্থী বিষয়ক পরিসংখ্যান আরও তীব্র হলো। কমপক্ষে ৫০ লক্ষ ইউক্রেনীয় ঘরছাড়া হবেন বলে আশঙ্কা করা হচ্ছে। বিপুল এই শরণার্থী চাপ পড়ছে ইউক্রেন লাগোয়া বিভিন্ন দেশে, এমনকি রাশিয়াতেও।

রাষ্ট্রসংঘের সর্বশেষ রিপোর্ট বলছে, ইউক্রেন থেকে ইতিমধ্যে ১ লাখ মানুষ ঘরছাড়া হয়েছেন। আগামী কয়েকদিনে আরও বাড়বে এই সংখ্যা।

গত বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু হয়েছে। অভিযানের এক দিন পরেই ইউক্রেন রাজধানী কিয়েভে ঢুকছে রুশ সেনারা। রাজধানী শহরটি ঘিরে যুদ্ধ চলছে

বিবিসি বলছে, রাশিয়ার হামলা ঠেকাতে ইউক্রেনের সেনাবাহিনী লড়াই করছে। তবে ইউক্রেনের পতন নিশ্চিত। কিয়েভ শহরের সাধারণ বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হয়েছে ১৮ হাজার মেশিনগান। রুশ সরকার ইউক্রেনকে আত্মসমর্পণের বার্তা দিয়েছে।

কিয়েভ থেকে পালাচ্ছেন ইউক্রেনীয় সহ বিভিন্ন দেশের নাগরিকরা। রাষ্ট্রসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা (UNHCR) বলেছে, রুশ অভিযান শুরুর পর শুধু ২৪ ঘণ্টাতেই ইউক্রেনে প্রায় ৫ লাখ মানুষ গৃহহীন। প্রতিবেশি দেশ পোল্যান্ড, মলডোভা, রোমানিয়া, হাঙ্গেরি ও স্লোভাকিয়ার সরকারের দাবি, ইউক্রেনীয় নাগরিকেরা সীমান্ত অতিক্রম করে তাদের ভূখণ্ডে ঢুকে পড়ছেন। পোল্যান্ড সরকার বলছে, বৃহস্পতিবার থেকে ৩৫ হাজার মানুষ পোল্যান্ডে ঢুকেছেন। সীমান্ত এলাকায় ইউক্রেনীয়রা লম্বা সারিতে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।