পুরভোটের আগে প্রার্থী ‘হারা’ বামেরা

একদিকে যখন আসন্ন পুরভোটকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে রয়েছে, তখন ভোটগ্রহণের আগেই শোকের ছায়া নেমে এল ভাটপাড়ায়। জানা গিয়েছে, শনিবার সকালে প্রয়াত হলেন ভাটপাড়ার তিন…

একদিকে যখন আসন্ন পুরভোটকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে রয়েছে, তখন ভোটগ্রহণের আগেই শোকের ছায়া নেমে এল ভাটপাড়ায়। জানা গিয়েছে, শনিবার সকালে প্রয়াত হলেন ভাটপাড়ার তিন নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী বাবলি দে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তাঁর এহেন আকস্মিক প্রয়াণের ফলে বন্ধ থাকবে ভাটপাড়ার তিন নম্বর ওয়ার্ডের ভোটগ্রহণ।

দলীয় সূত্রে খবর, আপাতত কাউন্সিলর নির্বাচিত হবে না এই ওয়ার্ডে। জানা গিয়েছে, শনিবার ভোর রাতে একটি বেসরকারি হাসপাতালে তিন নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী বাবলি দের মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, নেত্রীর মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর এহেন মৃত্যুর জেরে বাম শিবিরে শোকের ছায়া নেমে এসেছে।

সম্প্রতি তাঁকে ভাটপাড়ার একাধিক জায়গায় প্রচার করতে দেখা যায়। কিন্তু হঠাতই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর সেখানেই এদিন ভোরে নেত্রীর মৃত্যু ঘটে। আসন্ন পুরসভা নির্বাচনের প্রতি নজর রয়েছে রাজনৈতিক মহলের। আলোচিত দুই দল তৃণমূল এবং বিজেপি চাপে রয়েছে। আসন্ন এই নির্বাচনকে কেন্দ্র করেই অশান্তি শুরু হয়েছিল ঘাসফুল শিবিরে।