Sagardighi by-election: সারাদিনের নির্বাচনের পর অধীরের মুখে কেন্দ্রীয় বাহিনীর প্রশংসা

সারাদিন ধরে বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই শেষ হল সাগরদিঘির উপনির্বাচন (Sagardighi by-election)৷ নির্বাচনের একাধিক অভিযোগ উঠেছে৷ শাসক দলের তরফে অভিযোগ তোলা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।

Adhir Ranjan Chowdhury

সারাদিন ধরে বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই শেষ হল সাগরদিঘির উপনির্বাচন (Sagardighi by-election)৷ নির্বাচনের একাধিক অভিযোগ উঠেছে৷ শাসক দলের তরফে অভিযোগ তোলা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। অন্যদিকে, কেন্দ্রীয় বাহিনীর প্রশংসা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)৷

গত দেড় বছর আগে শুধুমাত্র মুর্শিদাবাদ নয়, সারা রাজ্যেও খাতা খুলতে পারেনি কংগ্রেস৷ কিন্তু উপনির্বাচন যেন কংগ্রেসের পালে হাওয়া লাগিয়েছে। এমনটাই বোঝা যাচ্ছে বহরমপুরের সাংসদের কথায়, কেউ ভাল কাজ করলে তার প্রশংসা অবশ্যই প্রাপ্য। কেন্দ্রীয় বাহিনীকে আমরা একটা কথাই বলেছিলাম, মানুষ যেন ভোট দিতে পারে। আধা সামরিক বাহিনী তা নিশ্চিত করেছে। মানুষ ভোট দিতে পেরেছে। এ জন্য কেন্দ্রীয় বাহিনীকে বাহবা দিতেই হবে।

   

সোমবার দুপুরে চওড়া হাসি দেখে সেটাই মনে হল৷ কংগ্রেস প্রার্থীর জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। তৃণমূলকে কত মার্জিনে হারাবে কংগ্রেস প্রার্থী? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন৷ তৃণমূল এবং বিজেপির ভোট কংগ্রেসের কাছে এসেছে বলেও দাবি করেন তিনি৷

গত বিধানসভা নির্বাচনে সাগরদিঘি কেন্দ্র থেকে জয়লাভ করেন সুব্রত সাহা। দ্বিতীয় হন বিজেপি প্রার্থী মাফুজা খাতুন। গত বছরেই সুব্রত সাহার মৃত্যুর পর ওই কেন্দ্রে নির্বাচনের কথা ঘোষণা করা হয় কমিশনের তরফে। তখন থেকেই সাগরদিঘি উপনির্বাচন নিয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন অধীর চৌধুরী নিজেই৷ জেলায় কংগ্রেসকে ফিরিয়ে রাজ্যজুড়ে কংগ্রসকে পুনরায় উজ্জীবিত করতে পারবেন তিনি? প্রশ্ন থেকেই যাচ্ছে৷