Weather: ঝেঁপে আসছে বৃষ্টি, বাড়বে সর্দি জ্বর

ভরা ফাল্গুনেও বৃষ্টি হয়েই চলেছে পশ্চিমবঙ্গে। দোসর সেই পশ্চিমী ঝঞ্ঝা। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের উপর তৈরি হওয়া ঘূর্নাবর্ত এবং বাংলার পশ্চিমী…

ভরা ফাল্গুনেও বৃষ্টি হয়েই চলেছে পশ্চিমবঙ্গে। দোসর সেই পশ্চিমী ঝঞ্ঝা। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের উপর তৈরি হওয়া ঘূর্নাবর্ত এবং বাংলার পশ্চিমী ঝঞ্ঝার ফলেই এই দুর্যোগের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যার জেরে আগামী রবিবার পর্যন্ত রাজ্যজুড়ে চলবে এই বৃষ্টি। তবে তাপমাত্রা খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। 

যদিও আর তাপমাত্রা কমবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। জানা গিয়েছে, শনিবার মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুর এবং মালদা জেলায়।জ্বর

শনিবার সারাদিনই বৃষ্টি হবে উত্তরবঙ্গে। একমাত্র শুকনো থাকবে জলপাইগুড়ি জেলার আবহাওয়া। তবে রবিবার থেকে পরিবর্তন হবে হিমালয় সংলগ্ন এলাকাগুলির আবহাওয়া। তবে আগামী দিন কয়েক তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

সেইসঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এই জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে রবিবারের পরেই স্বস্তি মিলবে এমনটা নয়, কারণ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন করে জোড়া পশ্চিমী ঝঞ্ঝা আসছে।