West Bengal DA issue: ডিএ না দিয়ে বঞ্চনা করছে রাজ্য সরকার। আদালতের নির্দেশের পরেও কেন ডিএ দেওয়া হচ্ছে না? এই প্রশ্ন তুলে ২৭ তারিখ থেকে ধর্নায় বসেছে রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ। এবার রাজ্যজুড়ে কর্মবিরতির ডাক দিলেন তাঁরা। যার জেরে আগামী বুধবার ভোগান্তির মুখে পড়তে হতে পারে আম জনতাকে।
এই মুহুর্তে ২৮ টি সংগঠনকে নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ধর্না চলছে। সেখান থেকে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যার মধ্যে মূল দাবি, আদালতের রায়কে মান্যতা দিয়ে সমস্ত বকেয়া ডিএ মেটাতে হবে। একইসঙ্গে যে সমস্ত শূন্যপদ রয়েছে, সেখানে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে। তাঁদের বক্তব্য, এর আগে বহুবার সরকারকে জানানো হয়েছে, কিন্তু কোনও লাভ হয়নি। তাই এখন এই পদক্ষেপ নিচ্ছেন তাঁরা।
যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে, বুধবার বেলা ২ টো থেকে বিকাল ৪টে পর্যন্ত সমস্ত সরকারি বিভাগ, হাসপাতালে, স্কুলে সমস্ত জায়গায় কর্মবিরতি চলবে। স্কুল-কলেজ সহ সমস্ত বিভাগেই লাগাতার কর্মবিরতি হবে। এতে কোনও সদুত্তর না পেলে আগামী দিনে আন্দোলন আরও বড় হবে। তবে জরুরী পরিষেবা জারি থাকবে।
সংগ্রামী মঞ্চের তরফে জানানো হয়েছে, সংবিধানের দেওয়া অধিকারকে লঙ্ঘন করছেন বর্তমান সরকার।নির্বাচিত জনপ্রতিনিধিরা সর্বদা মিথ্যা কথা বলছেন। আসলে তাঁরা ক্ষমতার লালসায় এই কাজ করছেন। সরকারি কর্মচারীদের মাথায় বিগত ১১ বছর ধরে তেলই পড়েনি। একবার তেল পড়লে তারপর তেল দিলেই তো বলা হবে তেলা মাথায় তেল।