Mamata Banerjee: পঞ্চায়েতের আগে বালু-মাটির জেলায় যাচ্ছেন মমতা

রাজনৈতিক মহলে তা নিয়ে উথালপাথালের মাঝেই পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) যাত্রার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal Chief Minister Mamata Banerjee)

Mamata Banerjee addressing a public gathering

পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা না হলেও এখন থেকেই নন্দীগ্রামের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি৷ রাজনৈতিক মহলে তা নিয়ে উথালপাথালের মাঝেই পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) যাত্রার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal Chief Minister Mamata Banerjee)। সূত্রের খবর, সব কিছু ঠিকঠাক থাকলেই দিল্লি থেকে ফিরেই পূর্ব মেদিনীপুর সফর করবেন তিনি৷

আরও পড়ুন: Bogtui-Birbhum: মিহিলাল শেখরা বিজেপিকে সমর্থন করতেই চিন্তা বাড়ল মমতার

তৃণমূল সূত্রে খবর, আগামী ৩ এপ্রিল বিকেলে দিঘায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী। ৪ তারিখ দলের কর্মী সম্মেলন এবং ৫ এপ্রিল প্রশাসনিক জনসভা করবেন। তারপর ৬ এপ্রিল কলকাতা ফিরে যাবেন। এ ক’দিন দিঘাতেই থাকবেন মুখ্যমন্ত্রী। সেখানেই একাধিক কর্মসূচি রয়েছে তাঁর৷ শোনা যাচ্ছে, এরই মধ্যে নন্দীগ্রামে যেতে পারেন তিনি৷

আরও পড়ুন: মমতার বিরুদ্ধে মামলার শুনানি, দোষ প্রমাণে হতে পারে তিন বছরের কারাবাস

ইতিমধ্যেই প্রশাসনের তরফে সমস্ত প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। জেলার সমস্ত বিডিও ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক সেরে ফেলেছেন জেলাশাসক। সমস্ত রিপোর্ট তৈরি রাখতে বলা হয়েছে। ৫ এপ্রিল প্রশাসনিক জনসভা থেকে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে পরিষেবা প্রদানের পাশাপাশি একগুচ্ছ নতুন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: আমি চোর হলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন চোর হবেন? প্রশ্ন মন্ত্রী শোভনদেবের

গত পঞ্চায়েত নির্বাচনে জেলার একাধিক আসনে পদ্মের বিস্তার হয়েছিল৷ তারপর দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে বারবার। তার ওপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় বলেই পরিচিত পূর্ব মেদিনীপুর৷ তাই বিশেষ গুরুত্ব দিতে চান দলনেত্রী নিজেই। তার ওপর জেলায় তৃণমূলের অন্দরেই দ্বন্দ্বের কথা শোনা যাচ্ছে৷ সমস্ত কিছু থেকে বিশেষ বার্তা দিতে এবং পঞ্চায়েত নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক সারতে জেলা সফরে উপস্থিত হবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷