Weather Update: জাঁকিয়ে পড়বে শীত পূর্বাভাস হাওয়া অফিসের, জানুন কবে

কলকাতা: ২০২৩-এর শেষের দিকে শীত যেন একপ্রকার উধাও হয়ে গিয়েছিল৷ কিন্তু নতুন বছরের শুরুতে দেখা মিলেছে৷ কিন্তু অন্যান্য বছরের তুলনায় জানুয়ারি মাসের ঠাণ্ডা অনেকটাই কম৷…

Weather Updates

কলকাতা: ২০২৩-এর শেষের দিকে শীত যেন একপ্রকার উধাও হয়ে গিয়েছিল৷ কিন্তু নতুন বছরের শুরুতে দেখা মিলেছে৷ কিন্তু অন্যান্য বছরের তুলনায় জানুয়ারি মাসের ঠাণ্ডা অনেকটাই কম৷ তাই ঠাণ্ডাপ্রেমীদের বেজায় মন খারাপ৷ কিন্তু এরই মধ্যে মন ভালো করা খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর৷

হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার কলকাতার তাপমাত্রার পারদ উল্লেখযোগ্যভাবে কমেছে৷ এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৫ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম৷ সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস৷ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৫৩ শতাংশ৷ বুধবার কলকাতার তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ ২৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷

   

আগামী ৪ এবং ৫ জানুয়ারি অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হতে পারে৷ এই জেলাগুলি হল-বীরভূম, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান৷ অন্যদিকে, উত্তরবঙ্গের সান্দাকফু সহ দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ দার্জিলিং এবং কালিম্পঙেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিঙে তুষারপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে। সঙ্গে হতে পারে ভারী বৃষ্টিও৷

তবে জাকিয়ে শীত পড়বে কবে? আবহাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, ১০ জানুয়ারি থেকে ফের শীত ফিরবে৷ ফের নতুন করে তাপমাত্রা কমবে৷ পশ্চিমের জেলাগুলিতে থাকবে ঘন কুয়াশার দাপট৷ আগামী দুই থেকে তিন দিন ঘন কুয়াশার দাপট থাকতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়াতে৷

প্রসঙ্গত, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি৷ এদিন বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি কম৷ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৬৩ শতাংশ৷ আর মঙ্গলবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি৷