Weather: উত্তর বাড়বে বৃষ্টি, ঘাম ঝরছে শহরবাসীর

লাগাতার কয়েকদিন ধরে দাপট দেখানোর পর শক্তি হারিয়ে এবার গভীর নিম্নচাপে পরিণত হয়েছে অশনি। অশনির প্রভাবে রাজ্যের একাধিক জায়গায় বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টি কমতেই ফের…

লাগাতার কয়েকদিন ধরে দাপট দেখানোর পর শক্তি হারিয়ে এবার গভীর নিম্নচাপে পরিণত হয়েছে অশনি। অশনির প্রভাবে রাজ্যের একাধিক জায়গায় বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টি কমতেই ফের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রা। ভারী বৃষ্টি হলেও উত্তরবঙ্গেও পরিবর্তন হবে তাপমাত্রা। এদিকে শুক্রবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে শহরে। যদিও আগামী ২৪ ঘন্টায় বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে শহরের তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

এদিকে উত্তরবঙ্গের জন্য সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। এদিকে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) পূর্বাভাস দিয়েছে যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এই বছরের শুরুতে আসতে চলেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ১৫ মে প্রথম মৌসুমী বৃষ্টিপাত হবে বলে আশা করা হচ্ছে। আইএমডির ডাইরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, ‘সাধারণত বর্ষা ১৫ মে নিকোবর দ্বীপপুঞ্জের উপর দিয়ে অগ্রসর হয় এবং ২২ শে মে-র মধ্যে আন্দামান দ্বীপপুঞ্জের চরম উত্তর মায়াবন্দরে আছড়ে পড়ে।’