Siliguri: শিলিগুড়িতে দরজা খুলে ঘরে ঢুকল বুনো হাতি

সকালবেলায় সরগরম পরিস্থিতি। এ দরজা ও দরজা এ উঠোন ও উঠোন পেরিয়ে অলি গলি গজেন্দ্রগমনে ঘুরছে বিশাল এক বুনো হাতি। কোনও তাড়াহুড়ো নেই, কিছু ভাঙেওনি।…

সকালবেলায় সরগরম পরিস্থিতি। এ দরজা ও দরজা এ উঠোন ও উঠোন পেরিয়ে অলি গলি গজেন্দ্রগমনে ঘুরছে বিশাল এক বুনো হাতি। কোনও তাড়াহুড়ো নেই, কিছু ভাঙেওনি। তবে হাতি ঢুকে পড়ায় আতঙ্কিত শিলিগুড়ির (Siliguri) শালবাড়ির বাসিন্দারা।

শুক্রবার সকালে শালবাড়ি এলাকায় জঙ্গল থেকে বেরিয়ে আসে এই হাতি। বেশকিছু বাড়িতেও ঢুকে পড়ে। পরে ফের হাতিটি জঙ্গলে ফিরে যায়। এলাকাবাসী হাতি দেখে ভয় পান। তবে তারা জানান, শালবাড়ি জঙ্গল থেকে আসা এই হাতি বিভিন্ন বাড়ি ঘুরে ঘাস পাতা খেয়ে ফিরে যায় আবার জঙ্গলে। শালবাড়ি ও মেথিবাড়িতে এলাকায় সকালে হাতি দেখা গেছে |

গত কয়েকদিন ধরে বারবার হাতি আসছে। এর আগে দার্জিলিং জেলারই নকশালবাড়ির হান্ডিবস্তি গ্রামের ঘটনা। বৃহস্পতিবার ভোরে এলাকায় ঢুকে পড়ে একটি হাতি। একইভাবে আলিপুরদুয়ার শহরে অলিগলিতে ঘুরে বেড়ায় বুনো হাতি।

দাবদাহ আসেনি উত্তরবঙ্গে। দার্জিলিং জেলার সমতল অংশ শিলিগুড়ির, নকশালবাড়ি সহ জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টি হয়েছে মাঝে মধ্যে। এরকমই আবহাওয়া বারবার ডুয়ার্সের জঙ্গল থেকে হাতি চলে আসছে লোকালয়ে। এমন ঘটনা কেন হচ্ছে তা নিয়ে বনবিভাগ চিন্তিত। তেমনই বিভিন্ন প্রকৃতি বিশেষজ্ঞ ও পশুপ্রেমীরা উদ্বেগে। জঙ্গলে খাদ্যাভাব ? উঠছে এমল প্রশ্ন।

দক্ষিণবঙ্গের জঙ্গলমহলের জেলাগুলিতে হাতির হানা হয়। বিশাল দাঁতাল হাতির দল হামলা করে। চাষের জমি নষ্ট হয়। ঘর বাড়ি ভাঙে। উত্তরবঙ্গেও হাতির হানা হয়। তবে জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ার মতো নয়।