Birbhum: বোলপুরে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

খোদ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে সরকারি জমি দখলের চেষ্টার অভিযোগ। বোলপুরের কাশিমবাজার এলাকা সরগরম। কাউন্সিলরকে পার্টি অফিসে আটকে রেখে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। অভিযোগের তির ১৮ নম্বরের…

tmc

খোদ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে সরকারি জমি দখলের চেষ্টার অভিযোগ। বোলপুরের কাশিমবাজার এলাকা সরগরম। কাউন্সিলরকে পার্টি অফিসে আটকে রেখে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। অভিযোগের তির ১৮ নম্বরের কাউন্সিলর তাপস সরকারের বিরুদ্ধে।

গতকাল দক্ষিণ পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে প্রায় চার বিঘে খাস জমি দখলের অভিযোগ উঠেছে ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাপস সরকারের বিরুদ্ধে। গ্রামবাসীদের অভিযোগ এই জায়গাটি তাপস সরকার তার লোকজন নিয়ে এসে পিলার দিয়ে ঘিরতে যায়। গ্রামবাসীরা তাকে বাধা দেয়। গ্রামবাসীদের দাবি, তারা এই জায়গাটি খেলার মাঠ হিসেবে ব্যবহার করছে। স্থানীয় মানুষজন বিকালে গিয়ে এই মাঠে বসে। এবং এই জায়গাটি খুব পরিকল্পনা মাফিক দখল করা হচ্ছে।

এই তাপস সরকারের বিরুদ্ধে একাধিক জমি দখলের অভিযোগ রয়েছে। গ্রামবাসীর আরো অভিযোগ করে যে এই জায়গাটি দখল করে তার প্লট হিসাবে বিক্রি করার পরিকল্পনা ছিল। জানতে পেরে গ্রামবাসীরা বাধা দেয়। যখন তাপস সরকার আসেন তখন গ্রামবাসীরা তাকে তাড়া করে। এরপর তিনি স্থানীয় পার্টি অফিসে আশ্রয় নেন। আটকে রেখে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ। পুলিশ এসে তাকে উদ্ধার করে।

এরপর আজ সকালে একই জায়গায় বিক্ষোভ শুরু করে গ্রামবাসীরা। তাদের দাবি তারা ততক্ষণ বিক্ষোভ চালিয়ে যাবে যতক্ষণ না পুরসভার লোকজন এসে কোনও ব্যবস্থা নিচ্ছেন। অন্যদিকে তাপস সরকার সরাসরি পৌরসভার দিকে অভিযোগ করেছেন। পুরসভার যে চেয়ারম্যান রয়েছে তার নির্দেশেই তিনি ওই জায়গায় গিয়েছিল। এবং তারা একটি জল প্রকল্প করবে তার জন্যই জমি ঘেরাও করার কাজ চলছিল।

পুরসভার চেয়ারম্যান ঘটনাটি অস্বীকার করেছে। বলেছেন কোনও মতেই মাঠ দখল করা হবে না। তিনি আরো বলেন, যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল তাই পৌরসভার কোন লোকজন ওখানে যায়নি অন্য কেউ গিয়েছিল সেই গোটা ঘটনাটি খতিয়ে দেখা হবে।