Heavy Rainfall: বিকেলেই বজ্র-বিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস

গত দুদিনের বৃষ্টির জেরে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বঙ্গবাসী। গরমের দাপট এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। এহেন পরিস্থিতিতে আরও সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া…

গত দুদিনের বৃষ্টির জেরে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বঙ্গবাসী। গরমের দাপট এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। এহেন পরিস্থিতিতে আরও সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস জানিয়েছে, আপাতত এখনই নতুন করে বঙ্গে জাঁকিয়ে গরম পড়ছে না। উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃষ্টির সঙ্গে সঙ্গী হবে দমকা ঝোড়ো হাওয়া। বুধবার কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে । বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবেই।

   

এদিকে সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। কালই এটি নিম্নচাপে পরিণত হবে। ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে। সেখানে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে এটি উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোতে পারে। ইতিমধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে।