TMC: দুর্নীতি ও ধর্ষণের ঘটনায় নেতাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ মোকাবিলায় বার্তা দেবেন মমতা

তৃণমূল কংগ্রেসের (TMC) কলকাতায় নতুন কার্যালয়ের উদ্বোধন হয়েছে৷ সেখানেই বৃহস্পতিবার শাসক দলের বর্ধিত রাজ্য কমিটির বৈঠক৷ বিকেল সাড়ে চারটে থেকে শুরু হবে বৈঠক। পৌরাহিত্য করবেন…

তৃণমূল কংগ্রেসের (TMC) কলকাতায় নতুন কার্যালয়ের উদ্বোধন হয়েছে৷ সেখানেই বৃহস্পতিবার শাসক দলের বর্ধিত রাজ্য কমিটির বৈঠক৷ বিকেল সাড়ে চারটে থেকে শুরু হবে বৈঠক। পৌরাহিত্য করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত থাকার কথার কথা বিধায়ক এবং সাংসদদের৷  জানা যাচ্ছে বৈঠক থেকে দলীয় নেতাদের পঞ্চায়েত ভোটের বার্তা দিতে চলেছেন মমতা।

দুর্নীতি, কাটমানি ও ধর্ষণের একের পর এক ঘটনায় তৃণমূল নেতাদের নাম জড়িয়েছে। গোষ্ঠিবাজি তুঙ্গে। এমন অবস্থায় দলীয় নেতাদের কী বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে দলেই জল্পনা।

২০২১ এর বিধানসভা নির্বাচনে ২৩৫ টি আসনে জয়লাভ করে তৃণমূল৷ এরপর  দলবদলের ধাক্কায়  বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন বিধায়ক নেতারা। এর জেরে বিরোধী দল বেসামাল। তবে বিরোধী আসনে উঠে এসেছে সিপিআইএম। গত এক বছরে পুরসভা এবং উপনির্বাচনে তৃণমূলের ব্যাপক জয় দলীয় নেতৃত্বের আত্মবিশ্বাস বাড়িয়েছে। কিন্তু রাজ্যজুড়ে বেশ কয়েকটি ঘটনা সরকারকে বিড়ম্বনায় ফেলেছে। প্রশ্ন উঠেছে শাসক দলেরই বিরুদ্ধে। তাই বৃহস্পতিবারের বৈঠকে কর্মীদের বিশেষ বার্তা দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, কোনভাবেই দুর্নীতিকে বরদাস্ত করা যাবে না। এই বার্তা দলের সকল স্তরের নেতাদের মধ্যে পৌঁছে দিতে চান মমতা। সেইসঙ্গে প্রশাসনিক কাজে দখলদারি মানতে নারাজ মুখ্যমন্ত্রী৷ একাধিক নেতাদের বেফাঁস মন্তব্যের পর লাগাম টানতে চলেছেন তিনি। দল যা সিদ্ধান্ত নেবে সেটাই চুড়ান্ত বলে মেনে নিতে হবে।

পাশাপাশি আরও জনসংযোগ বাড়াতে হবে। সরকারের সমস্ত জনমুখী প্রকল্পের কথা মানুষের কাছে তুলে ধরতে হবে এমন বার্তা দেবেন মমতা। নেতা হয়ে পদ দখল করে বসে থাকলে হবে না। সকলের কাছে পৌঁছে যেতে হবে।

উল্লেখ্য, ২৪ এর লোকসভা নির্বাচনের আগে ২৩ এর পঞ্চায়েত নির্বাচন তৃণমূলের কাছে অ্যাসিড টেস্টের সমান। গতবারের ভুলের কারণে লোকসভায় আসন সংখ্যা কমে গিয়েছিল ঘাসফুলের৷ সেই ভুল আর যাতে না হয়, সেই বার্তাই দেবেন দলনেত্রী।