বঙ্গ বিজেপিতে চাই ‘শক্তিশালী অভিভাবক’ বলে দিলীপ ঘোষের নজর কোন দিকে ?

  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বঙ্গ বিজেপির অন্দরে জল্পনা বাড়ালেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার প্রকাশ্য সভায় তিনি বলেই ফেললেন, বঙ্গ বিজেপিতে চাই শক্তিশালী…

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বঙ্গ বিজেপির অন্দরে জল্পনা বাড়ালেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার প্রকাশ্য সভায় তিনি বলেই ফেললেন, বঙ্গ বিজেপিতে চাই শক্তিশালী অভিভাবক। এ প্রসঙ্গে জেপি নাড্ডার কাছে এই আর্জি জানিয়েছেন বলেও প্রকাশ্য সভায় মন্তব্য করেন তিনি। কার কথা বললেন দিলীপ ঘোষ?

   

সম্প্রতি দিল্লি সফরে যান বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। সেখানেই তাঁকে জরুরি তলব করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিজেপির নড়বড়ে সংগঠন এবং ঘরোয়া দ্বন্দ্ব নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়৷ সেখানেই একথা জানান দিলীপ ঘোষ৷

দিলীপ প্রকাশ্য সভা থেকে কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি নড্ডাজি’র সঙ্গে দেখা করে বলে এসেছি, আমাদের নেতা-কর্মীরাই পরিশ্রম করে ৩৮শতাংশ ভোট পেয়েছে। আমরাই ঘুরে দাঁড়াতে পারব। আপনি আমাদের জন্য শুধু এক জন শক্তপোক্ত অভিভাবক পাঠান।

এর আগে বঙ্গ বিজেপিতে পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন এবং শিবপ্রকাশ। কিন্তু ২১ এর নির্বাচনে ক্ষমতায় বিজেপি না আসার পরেই বাংলা থেকে সরিয়ে নেন তিন জনেই। দায়িত্ব বর্তায় আইটি সেলের প্রধান অমিত মালব্যর ওপর৷ তারপর সাংগঠনিক ক্ষেত্রে আরও ক্ষয়িষ্ণু হচ্ছে বিজেপি। প্রকাশ্যে এসেছে দ্বন্দ্ব৷ প্রকাশ্যে অমিত মালব্যের বিরুদ্ধে তোপ দেগে বিজেপি ছেড়েছেন জয়প্রকাশ মজুমদার। ফলত তাঁকে যে রাজ্য বিজেপির নেতারা চাইছেন না, সেই বার্তা নাড্ডার কাছে পৌঁছে দিলেন দিলীপ ঘোষ।