Weather Update: আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আভাস

সোম এবং মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস (Weather Update) দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর

Heavy Rain Kolkata

সকাল থেকে দু-এক পশলা হালকা বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস। সোম এবং মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস (Weather Update) দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, একটি মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে তার জেরে আগামী ২ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে। বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় যেসব জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে তার তালিকায় রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম এবং দুই বর্ধমান। সোমবার ভারী বর্ষণ হবে বীরভূম, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান জেলায়। কলকাতা সহ দুই ২৪ পরগনা, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গলবার।

বুধবার থেকে ভারী বৃষ্টির দাপট কমবে। প্রায় সব জেলাতেই সেদিন হালকা বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন ভারী বৃষ্টির কারণে জেলার তাপমাত্রা সামান্য হলেও কমবে।

উত্তরবঙ্গের জেলাগুলিতে চলবে বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের ৫ জেলা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে মালদহ এবং দুই দিনাজপুরে। আজ ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। মঙ্গলবারেও ভারী বৃষ্টির পূর্বাভাস। বুধবার থেকে কমবে বৃষ্টির দাপট।