Calcutta League: মোহনবাগান জিতলেও দৌড়ে এগিয়ে অভিষেকের ডায়মন্ড হারবার

বিদেশি ফুটবলার বিহীন কলকাতা ফুটবল লীগ (Calcutta League) । প্রতি দলের মধ্যে উনিশ বিশের পার্থক্য। আগের থেকে লীগের ফরম্যাট হয়েছে আরও দীর্ঘ।

Kibu Vicuna Diamond Harbor FC

বিদেশি ফুটবলার বিহীন কলকাতা ফুটবল লীগ (Calcutta League) । প্রতি দলের মধ্যে উনিশ বিশের পার্থক্য। আগের থেকে লীগের ফরম্যাট হয়েছে আরও দীর্ঘ। যার ফলে অনেক চমকের সাক্ষী থাকছে এবারের কলকাতা ফুটবল লীগ। দু-দুটি চোখ ধাঁধানো গোল ইউনাইটেড স্পোর্টসকে হারিয়েছে মোহন বাগান (Mohun Bagan’) সুপার জায়ান্ট। তবু লীগ ক্রম তালিকার শীর্ষে রয়েছে অভিষেক ব্যানার্জীর ফুটবল ক্লাব (Diamond Harbor)।

শনিবার মোহন বাগান সুপার জায়ান্ট বনাম ইউনাইটেড স্পোর্টসের ম্যাচ ছাড়াও কলকাতা ফুটবল লীগের বেশ কিছু ম্যাচ হয়েছে। যার মধ্যে অন্যতম ডায়মন্ড হারবার এফসির ম্যাচ। কলকাতা ময়দানের দুই প্রধান – মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিং ক্লাবকে টেক্কা দিয়ে এখন ক্রম তালিকার শীর্ষে উজ্জ্বল ডায়মন্ড হারবার। কল্যাণীর মাঠে তারা মুখোমুখি হয়েছিল পিয়ারলেসের বিরুদ্ধে।

পিয়ারোলস কয়েক মরসুম আগে সিএফএল জিতেছিল। পিয়ারলেসের বিরুদ্ধে পয়েন্ট ছিনিয়ে নেওয়ার কাজটা ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের জন্য খুব একটা সহজ ছিল না। বরং ম্যাচে প্রথমে গোল করে পিয়ারলেস এগিয়ে গিয়েছিল। ৪৫ মিনিটে কার্লোস ছালামের করা গোলে চাপে পড়েছিল ডায়মন্ড হারবার । চলতি ফুটবল লীগে এখনও পর্যন্ত অপরাজিত অভিষেকের ফুটবল ক্লাব। এই পরিস্থিতিতে নিজেদের ট্র্যাক রেকর্ড অক্ষত রাখতে মরীয়া ছিলেন দলের ফুটবলাররা।

এক গোল পিছিয়ে পড়ার পরে দলকে সমতায় ফেরান রাহুল পাসওয়ান। অভিজ্ঞ এই ফুটবলারের গোলে শনিবার নিজেদের মান রক্ষা করেছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। ১-১ ব্যবধানে শেষ হয় ম্যাচ। অপরাজিত ডায়মন্ড হারবার এফসি। কলকাতা ফুটবল লীগের গ্রুপ ওয়ানের ক্রম তালিকার এখনও শীর্ষে রয়েছে তারা।

একটিও ম্যাচে না হেরে ৬ ম্যাচে তাদের প্রাপ্ত পয়েন্ট ১৬। এক ম্যাচ কম খেলে মোহন বাগান সুপার জায়ান্টের পয়েন্ট ১৩। মহামেডান স্পোর্টিং ক্লাবের প্রাপ্ত পয়েন্ট ১২।