Bengaluru FC: রক্ষণভাগ জমাট বাঁধাতে ডাচ তারকাই ভরসা সুনীলদের

গতবারের ফুটবল মরশুমের শুরুটা যথেষ্ট ভালো হলেও শেষটা খুব একটা মধুর থাকেনি বেঙ্গালুরু (Bengaluru FC) দলের পক্ষে।

Keziah Veendorp

গতবারের ফুটবল মরশুমের শুরুটা যথেষ্ট ভালো হলেও শেষটা খুব একটা মধুর থাকেনি বেঙ্গালুরু (Bengaluru FC) দলের পক্ষে। হিরো আইএসএলের পাশাপাশি হিরো সুপার কাপের মতো ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠলেও শেষ হাসি হেসেছে এটিকে মোহনবাগান ও ওডিশা এফসি। তাই অতীতের ভুল ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে এবার নিজেদের মেলে ধরতে মরিয়া সাইমনের দল।

এক্ষেত্রে গতবারের তিন তারকা ফুটবলার প্রবীর দাস, রয়কৃষ্ণা ও সন্দেশ ঝিঙ্গানকে দল থেকে রিলিজ করে দেওয়া হলেও তাদের বিকল্প হিসেবে একাধিক তারকা ফুটবলারদের দলে টেনেছে বেঙ্গালুরু। গত কয়েক মাস আগেই দল বদলের বাজার থেকে এটিকে মোহনবাগান দলের অন্যতম তারকা ডিফেন্ডার স্লাভকো ডামজানোভিচ সই করেছে এই আইএসএল জয়ী দলে। এবার এই তালিকায় যুক্ত হল ডাচ সেন্টার ব্যাক কেজিয়া ভিনডপর্কে। গত কয়েকদিন আগেই দুই বছরের চুক্তিতে দলে সই করেছেন এই তারকা। এবার তার অনুশীলন যেন বাড়তি ভরসা দিচ্ছে দলকে।

জাতীয় দলের যুব পর্যায় খেলার পাশাপাশি একটা সময় ইউরো কাপের মতো টুর্নামেন্টে যুব দলের অধিনায়ক হিসেবে ও উঠে এসেছিলেন এই তারকা। সেবার নাকি টুর্নামেন্টে রানার্স হয়েছিল নেদারল্যান্ডস। এবার তিনি খেলবেন ভারতীয় ফুটবল লিগে। এছাড়াও ক্লাব ফুটবলের ক্ষেত্রেও যথেষ্ট পরিচিত মুখ তিনি। দেশের অন্যতম জনপ্রিয় লিগে এম্মেন দলের হয়ে খেলেছেন তিনি। শুধু শেষ ফুটবল মরশুম নয়। এই নিয়ে মোট ৫ টি ফুটবল সিজন ওই দলের হয়েই খেলেছেন তিনি। পাশাপাশি ১৫০ টির ও বেশি ম্যাচে তার সক্রিয়তা রয়েছে। এবার ডেস্টিনেশন বেঙ্গালুরু।

উল্লেখ্য, শেষ ফুটবল মরশুমে অল্পের জন্য আইএসএল ফসকে গিয়েছিল সুনীলদের। তাই সমস্ত কিছু মাথায় রেখে অনেক আগে থেকেই দল গঠনের কাজ শুরু করা হয় তাদের তরফ থেকে। ভিনডপর্কের পাশাপাশি কার্টিজ মেইনের মতো ফুটবলারদের ও যুক্ত করা হয়েছে নতুন মরশুমের কথা মাথায় রেখে। বলতে গেলে, আসন্ন ফুটবল মরশুমে একেবারে যে আলাদা মাত্রা পেতে চলেছে সাইমনের দল তা কিন্তু বলাই চলে।