Locket Chatterjee: লকেট চ্যাটার্জির ওপর হামলা, কাঠগড়ায় তৃণমূল

লোকসভা ভোটের মুখে এবার তৃণমূলের দ্বারা আক্রান্ত হলেন হুগলীর বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি (Locket Chatterjee)। অভিযোগ তেমনটাই তুলেছেন প্রার্থী। এদিকে লোকসভা ভোটের (Loksabha Election 2024)…

লোকসভা ভোটের মুখে এবার তৃণমূলের দ্বারা আক্রান্ত হলেন হুগলীর বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি (Locket Chatterjee)। অভিযোগ তেমনটাই তুলেছেন প্রার্থী। এদিকে লোকসভা ভোটের (Loksabha Election 2024) আবহে প্রার্থীর এহেন অভিযোগকে ঘিরে সরগরম হয়ে উঠেছে বাংলা।

হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, ‘তৃণমূলের গুন্ডারা আমাকে মারধর করেছে। তারা আমার গাড়িতে হামলা চালায়। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে আসেনি। তৃণমূল ভোটারদের ভয় দেখাচ্ছে।’

লকেট বলেন, ‘বাংলায় তৃণমূলের গুন্ডাদের দুঃসাহস ক্রমশ বাড়ছে। এই দুঃসাহস হুগলিতে তৃণমূলের মাফিয়াদের দাপট ফাঁস করে দেবে।’ গোটা ঘটনার উল্লেখ করে হুগলীর বিদায়ী সাংসদ বলেন, ‘প্রতিদিনের মতো শনিবার রাত সাড়ে ৯টায় নির্বাচনী প্রচার শেষ করে প্রতিদিনের মতো আদিশক্তি গ্রাম হয়ে বানসুরিয়ার দিকে যাচ্ছিলাম। সেখানে কালিতলা নামে একটি জায়গা থেকে নিমন্ত্রণ পেলাম। এরপর আমি যখন মানুষের সঙ্গে দেখা করে পুজো দিয়ে বের হচ্ছিলাম, তখন কিছু লোক কালো পতাকা নিয়ে ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করে। তা দেখে আমার নিরাপত্তারক্ষীরা তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় এক ব্যক্তি আমাকে দুইবার ধাক্কা মেরে গাড়ির ভেতরে বসার চেষ্টা করে। এ সময় আমরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে না পৌঁছায় বা স্থানীয় লোকজনও বিষয়টি জানতে পারেনি। ঘটনার সময় উপস্থিত ছিলেন ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত সর্দার ও অন্যরা।’