Weather: অস্বস্তির গরম থাকবে, কিছু জেলায় বৃষ্টি

Weather: ভোরে বৃষ্টির পরে কলকাতা ও আশপাশের এলাকায় সকাল থেকে রোদের আনাগোনা। আজ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। বুধবারের মতো বৃহস্পতিবারে আবহাওয়াও একই রকমের থাকবে। আবহাওয়া দফতরের…

Weather: ভোরে বৃষ্টির পরে কলকাতা ও আশপাশের এলাকায় সকাল থেকে রোদের আনাগোনা। আজ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। বুধবারের মতো বৃহস্পতিবারে আবহাওয়াও একই রকমের থাকবে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে এদিন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যা ওড়িশা ও অন্ধ্রমুখী হবে বলেই মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা।

একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর-পশ্চিম উত্তর প্রদেশের ওপরে। আরেকটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বঙ্গোপসাগরের মধ্যবর্তী অংশ থেকে উত্তরের দিকে। তারই প্রভাবে নিম্নচাপ তৈরি হতে চলেছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখাটি অবস্থান করছে স্বাভাবিকের দক্ষিণ দিকে।

আজ কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়াতে বেশ কয়েক দফায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বিগত কয়েকদিনের তুলনায় আজ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে গাঙ্গেও পশ্চিমবঙ্গে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কোথাও কোথাও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তবে সকাল ও বেলার দিকে অস্বস্তিকর গরম বজায় থাকতে পারে। এদিকে আজ থেকে কলকাতা ও আশেপাশের জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৬০ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ৪৩.৮ মিমি।