Abhishek Banerjee: দুর্নীতির তদন্তে রক্ষাকবচে বলীয়ান অভিষেকের আজ নিশ্চিন্তের জেরা

ইডির ডাকে সাড়া দেবেন আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee) অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে জল্পনার অবসান হয়েছে কাল রাতেই।মঙ্গলবার তৃণমূল সূত্রে এমনটাই…

ইডির ডাকে সাড়া দেবেন আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee) অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে জল্পনার অবসান হয়েছে কাল রাতেই।মঙ্গলবার তৃণমূল সূত্রে এমনটাই জানা গেছে, কলকাতায় ইডি দফতরে বুধবার সকালে তিনি হাজিরা দেবেন। প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এদিকে ১৩ সেপ্টেম্বর অর্থাৎ আজই ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক। শরদ পাওয়ারের বাড়িতে এই বৈঠক হওয়ার কথা। তৃণমূলের সদস্য হিসেবে বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে অভিষেকের। কিন্তু বুধবার সকালে তাকে ইডি দফতরে তলব করা হয়েছে।

সূত্রের খবর, নির্ধারিত সময়েই ইডি দফতরে হাজিরা দেবেন অভিষেক। ফলে বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠকে যাবেন না তিনি। বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলে নোটিস পাঠিয়েছিল (‌ইডি) এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

ইডি জেরার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, “আগে দায়বদ্ধতা ও স্বচ্ছতা। মানুষের কাছে নিজের ভাবমূর্তি যথাযথ রাখতে হবে।” তা থেকেই বোঝা গেছিল ইডি দফতরে গিয়ে তিনি প্রশ্নের মুখোমুখি হবেন।

উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, ইডি জেরা করলেও অভিষেককে আপাতত গ্রেফতার করতে পারবে না। প্রাথমিক নিয়োগ মামলায় রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। তার প্রেক্ষিতে আদালতে ইডির আইনজীবী জানিয়ে দেন, অভিষেককে সমন পাঠানো হয়েছে শুধু জিজ্ঞাসাবাদের জন্য। ইডির আইনজীবী জানান, “সমন পাঠানো মানেই কড়া পদক্ষেপ নয়। কিছু তথ্যের জন্য জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাই সমন করা হয়েছে।” মঙ্গলবার কলকাতা হাইকোর্ট অভিষেককে জানিয়ে দেয়, নতুন করে কোনও রক্ষাকবচের প্রয়োজন নেই তার। কারণ, ইডি এ ব্যাপারে মৌখিক প্রতিশ্রুতি দিয়ে রেখেছে।