Bhangar: আরাবুল-নওশাদ মুখোমুখি, ভাঙড়ে সংঘর্ষ থামাতে ছুটল পুলিশ

মুখোমুখি দুই প্রতিদ্বন্দ্বী তৃৃণমূলের আরাবুল ইসলাম ও ভাঙড়ের ISF-CPIM জোটের বিধায়ক নওশাদ সিদ্দিকি। দুপক্ষের সমর্থকরাও তৈরি। ফের গরম ভাঙড়। স্থায়ী সমিতির বৈঠক ঘিরে ISF-TMC বচসায়…

মুখোমুখি দুই প্রতিদ্বন্দ্বী তৃৃণমূলের আরাবুল ইসলাম ও ভাঙড়ের ISF-CPIM জোটের বিধায়ক নওশাদ সিদ্দিকি। দুপক্ষের সমর্থকরাও তৈরি। ফের গরম ভাঙড়। স্থায়ী সমিতির বৈঠক ঘিরে ISF-TMC বচসায় ফের উত্তেজনা ভাঙড়ে।

আরাবুল ইসলাম ও নওশাদ সিদ্দিকির উপস্থিতিতে তীব্র উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন কাশীপুর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ ভাঙড় টু বিডিও অফিসে স্থায়ী সমিতির মিটিং চলছিল। সেই সময় আইএসএফ ও তৃণমূল উভয়পক্ষ উপস্থিত থাকে। পাশাপাশি বিধায়ক নওশাদ সিদ্দিকী ও সমিতির সদস্য আরাবুল ইসলামও উপস্থিত ছিলেন। এবং দুপক্ষের যখন মিটিং চলছিল ঠিক সেই সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানে একে অপরের সঙ্গে তুমুল বচসা শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি এসে পৌঁছায় কাশিপুর থানার বিশাল পুলিশ বাহিনী।

ভিডিও অফিসের নিচে দু পক্ষই ভিড় জমিয়ে দাঁড়িয়ে রয়েছে। তাদের মধ্যে চলছে কথোপকথন যা পরিণত হচ্ছে বচসায়। ঘটনার মধ্যেই তারা একে অপরের উপর অভিযোগ তুলছে। তবে অন্যদিকে পুলিশবাহিনী দু’পক্ষকে শান্ত করার চেষ্টা করছে।