Weather: ধেয়ে আসছে বৃষ্টি, একাধিক জেলা ভিজে কাক হবে

Weather: চলতি সপ্তাহে আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে আট জেলায় বৃষ্টির পূর্বাভাস। হালকা বৃষ্টির পূর্বাভাস থাকলেও দুটি জেলার কোনও কোনও জায়গায়…

Weather: চলতি সপ্তাহে আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে আট জেলায় বৃষ্টির পূর্বাভাস। হালকা বৃষ্টির পূর্বাভাস থাকলেও দুটি জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

মঙ্গলবার ও বুধবার উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া মূলত শুকনো ও পরিষ্কার থাকবে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলার আবহাওয়া শুকনো ও পরিষ্কার থাকবে। তবে বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হাল্কা বৃষ্টি হতে পারে। এদিন বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই।

মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়া শুকনো থাকবে। আকাশ থাকবে পরিষ্কার। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

নিম্নচাপের জেরে ১৫ নভেম্বর বুধবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে মেঘলা আকাশ এবং হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই সময় দিনের তাপমাত্রা কমলেও, রাতের তাপমাত্রা বাড়বে। ১৬ ও ১৭ নভেম্বর বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলের জেলা বিশেষ করে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও কলকাতায়। এই সময় দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে।