SSC Scam: ‘বেআইনি অর্ডার, আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি’: মমতা বন্দ্যোপাধ্যায়

এসএসসি দুর্নীতি (SSC Scam) নিয়ে হাইকোর্টের রায়কে ‘বেআইনি’ বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, এই রায়ের বিরুদ্ধে…

Mamata-Supreme-Court

এসএসসি দুর্নীতি (SSC Scam) নিয়ে হাইকোর্টের রায়কে ‘বেআইনি’ বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাচ্ছে রাজ্য সরকার। সোমবার, উত্তর দিনাজপুরের চাকুলিয়ার সভা থেকে মমতা বলেন, ‘বেআইনি’ অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। চিন্তা করবেন না শিক্ষক-শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা। আপনাদের পাশে কেউ না থাকলেও আমি আছি।

একই সঙ্গে নাম না করে বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, দেশজুড়ে বেকারের সংখ্যা বাড়ছে। আমরা চাকরি দিচ্ছি। কিন্তু আইনের খোঁচা মেরে চাকরি কেড়ে নেওয়া হচ্ছে। বিজেপির লোকদের হাইকোর্টে বসানো হয়েছে। ওটা বিজেপির বিচারালয় হয়ে গিয়েছে। একই সঙ্গে রাজ্য সরকার বাংলার যুবকদের চাকরি দিতে চায় বলেও সাফ জানিয়ে দেন মমতা। বলেন, আরও ১০ লক্ষ সরকারি চাকরি তৈরি আছে।

এর আগে তৃণমূল সাংসদ তথা সুপ্রিম কোর্টের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও নিয়োগ দুর্নীতিতে হাইকোর্টের এই রায় নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘ত্রুটিপূর্ণ রায়। ৫ মিনিটে আমরা সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ পেয়ে যাব। যারা চাকরি করছেন, তাঁদের সবাইকে বলব, আপনারা নিশ্চিন্ত থাকুন। কারও চাকরি যাবে না। কয়েকজনের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে। তার জন্য এভাবে পুরো প্যানেল বাতিল করে দেওয়া যায় না। এটা কোনও ভাবেই সম্ভব নয়।’

২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের এই নজিরবিহীন রায়ের ফলে চাকরি হারিয়েছেন ২৫ হাজার ৭৫৩ জন। একই সঙ্গে আদালত জানিয়েছে, এসএসসি প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের সুদ-সহ বেতন ফেরত দিতে হবে। সুদের হার হবে বছরে ১২ শতাংশ। চার সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে বলেছে আদালত।

বাংলার রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছিল এসএসসি নিয়োগ ‘দুর্নীতি’ মামলা। এই মামলায় সর্বপ্রথম চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে সেই মামলা ডিভিশন বেঞ্চে যায়। ডিভিশন বেঞ্চেও সেই নির্দেশ বহাল থাকে। এর পর মামলা গিয়েছিল সুপ্রিম কোর্টে। তবে দেশের শীর্ষ আদালত সমস্ত মামলা ফেরত পাঠায় হাইকোর্টে। মে মাসের মধ্যে হাইকোর্টের বিশেষ বেঞ্চকে রায় ঘোষণা করতে বলা হয়। সেই মতো আজ রায় ঘোষণা করা হয়।