Mohun Bagan Coach: ওড়িশা গিয়েও প্র্যাকটিস করাতে পারেন হাবাস

লোপেজ হাবাসের অভিধানে ফাঁকি বলে কোনো শব্দ নেই। লিগ শিল্ড জেতার পর দিন কয়েকর ছুটি দিয়েছিলেন। তাও অল্প। ছুটি ক্যানসেল করে প্র্যাকটিস শুরু করিয়ে দেওয়া…

Mohun Bagan Coach Antonio Lopez Habas

লোপেজ হাবাসের অভিধানে ফাঁকি বলে কোনো শব্দ নেই। লিগ শিল্ড জেতার পর দিন কয়েকর ছুটি দিয়েছিলেন। তাও অল্প। ছুটি ক্যানসেল করে প্র্যাকটিস শুরু করিয়ে দেওয়া সিদ্ধান্ত নেন মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের কোচ। এখন যা পরিস্থিতি তাতে ওড়িশা গিয়েও প্র্যাকটিস করাতে পারেন অভিজ্ঞ স্প্যানিশ কোচ।

ওড়িশা এফসির বিরুদ্ধে সেমিফাইনাল। প্রথম পর্বের ম্যাচ হবে ওড়িশা এফসির ঘরের মাঠে। নিজেদের ঘরের ময়দানে সের্জিও লোবেরার দল ফেভারিট হিসেবে শুরু করতে পারে। লোবেরা নিজেও বেশি আত্মবিশ্বাসী। প্লে অফার ম্যাচ খেলার আগে স্পষ্ট করে দিয়েছিলেন, ইন্ডিয়ান সুপার লিগ জেতার দিকে তাঁর মন পড়ে রয়েছে।

কলকাতা থেকে ওড়িশার মাঝে কয়েক ঘন্টার মাত্র পথ। দুই রাজ্যের আবহাওয়ার মধ্যেও বিরাট কোনো পার্থক্য নেই। সন্ধে বেলায় ম্যাচ। তাপমাত্রা তখন কিছুটা কম থাকবে। কলকাতার অত্যাধিক গরম সহ্য করার পর ওড়িশায় গিয়ে ফুটবলারদের খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। তবু হাবাস কোনো ঝুঁকি নিতে চাইছেন না। সেখানে পৌঁছেই আবার শুরু করে দিতে পারেন অনুশীলন। সেখানকার মাঠ, পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে যাতে কোনো সমস্যা না হয় সে জন্যই অনুশীলন করাতে পারেন বাগান কোচ।

রাস্তা বেশি না হলেও কলকাতা থেকে ভুবনেশ্বর যাওয়ার ধকল রয়েছে। কোচ নিজেও সেটা জানেন। মাত্রাতিরিক্ত পরিশ্রম করলেও বিপদ। চোট আঘাতের সম্ভাবনা থেকে যায়। ওখানে গিয়ে হাবাস যদি অনুশীলন করান, তাহলেও ফুটবলারদের খুব বেশি প্র্যাকটিস হয়তো করাবেন না।