WB Weather: বাংলার ৪ জেলায় ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, বইবে ঝোড়ো হাওয়া

আগামী দিনে বাংলার আবহাওয়া (WB Weather) কেমন থাকবে? সেই নিয়ে বড় আপডেট শোনালো আলিপুর আবহাওয়া দফতর। বেশ কয়েকদিন ধরে ভারতের বেশিরভাগ অংশে শুষ্ক আবহাওয়া বিরাজ…

আগামী দিনে বাংলার আবহাওয়া (WB Weather) কেমন থাকবে? সেই নিয়ে বড় আপডেট শোনালো আলিপুর আবহাওয়া দফতর। বেশ কয়েকদিন ধরে ভারতের বেশিরভাগ অংশে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।এদিকে, একটি পশ্চিমী ঝঞ্ঝা বৃহস্পতিবার পশ্চিম হিমালয় অঞ্চল জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় তৈরি করেছে, যে কারণে বাংলার আবহাওয়া আমূল বদলে যেতে চলেছে।

অন্যদিকে পূর্ব ভারতের উপর একটি নিম্নচাপ একই দিনে এই অঞ্চল জুড়ে বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত ঘটাবে। বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় এবং বায়ু অভিসারের কারণে দক্ষিণা বাতাসের কারণে রবিবার থেকে বেশ কয়েকদিন পূর্ব ভারত এবং সংলগ্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

জানা গিয়েছে, বঙ্গোপসাগরে ঢুকেছে একটি অ্যান্টি সাইক্লোন। যে কারণে জেলায় জেলায় বর্ষণের সম্ভাবনা রয়েছে। আজ শুক্রবার বাংলার বেশ কিছু জেলা যেমন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা ও কলকাতায় হালকা বৃষ্টি সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি আগামী ১৬ তারিখ থেকে আবার শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই আকাশ মেঘলা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ৩০-৪০ কিলোমিটার বেগেও বইতে পারে ঝোড়ো হাওয়া। শনিবারও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে কলকাতা-সহ একাধিক জেলায় বাড়ছে তাপমাত্রা। বুধবার থেকেই গরম পড়তে শুরু করেছে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে।