ISL: গোয়ার কাছে পরাজিত হওয়ার পর কী বলছেন জারাগোজা? জানুন

এই মরশুমের প্রথম থেকে ইন্ডিয়ান সুপার লিগে (ISL) খুব একটা অনুকূল পরিস্থিতিতে ছিল না বেঙ্গালুরু এফসি (Bengaluru FC))। আসলে, চলতি বছরে একের পর এক আন্তর্জাতিক…

isl

এই মরশুমের প্রথম থেকে ইন্ডিয়ান সুপার লিগে (ISL) খুব একটা অনুকূল পরিস্থিতিতে ছিল না বেঙ্গালুরু এফসি (Bengaluru FC))। আসলে, চলতি বছরে একের পর এক আন্তর্জাতিক টুর্নামেন্ট থাকায় দলের অন্যতম তারকা ফুটবলার তথা অধিনায়ক সুনীল ছেত্রী থেকে শুরু করে গুরপ্রীত সিং সিন্ধুর মত ফুটবলারদের অনুপস্থিতি যথেষ্ট ভুগিয়েছে গোটা দলকে। যার দরুন একাধিক ম্যাচ হারতে হয়েছিল জেরার্ড জারাগোর ছেলেদের।

সেজন্য, টুর্নামেন্টের প্রথম লেগের শেষে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে থাকতে হয়েছিল আইএসএল জয়ী এই ফুটবল দলকে। কিন্তু দ্বিতীয় লেগ থেকেই ফের পুরোনো ফর্মে ফিরে আসে কর্নাটকের এই ফুটবল ক্লাব। অনায়াসেই তারা পরাজিত করেছিল ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্সের মতো দলকে। যারফলে, পয়েন্ট টেবিলের অনেকটাই উপরে উঠে এসেছিল দল। কিন্তু ফের ছন্দ পতন।

বৃহস্পতিবার তারা পরাজিত হয় মানালো মার্কেজের শক্তিশালী এফসি গোয়ার কাছে। এবারের এই ইন্ডিয়ান সুপার লিগের লিগশিল্ড জয়ের দৌড়ে যথেষ্ট সক্রিয় রয়েছে এফসি গোয়া। সেই সঙ্গে এবারের এই মরশুমে আইএসএল জয়ের অন্যতম দাবিদার ও বলা যায় তাদেরকে। গত কয়েক ম্যাচ ছন্দ থাকলেও এবার গোয়া দলের কাছেই পরাজিত হতে হয়েছে বেঙ্গালুরু এফসিকে। শিভালদো চিংগাম্বম সিংয়ের গোলে দল প্রথমে এগিয়ে গেলেও তা শেষ পর্যন্ত ধরে রাখা সম্ভব হয়নি। গোয়া দলের ঘনঘন আক্রমণে শেষ পর্যন্ত পরাজিত হতে হয়েছে তাদের। এক্ষেত্রে ১৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে আইএসএলের অষ্টম স্থানে থাকল সুনীল ব্রিগেড।

তবে ম্যাচের রেফারিং নিয়ে খুব একটা সন্তুষ্ট নয় বেঙ্গালুর দলের কোচ। পরবর্তীতে সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে জেরার্ড জারাগোজা বলেন, এফসি গোয়ার ফুটবলাররা ম্যাচের রেফারিকে চাপে ফেলার চেষ্টা করেছিল। আমি জানি না কেন তাদেরও খেলোয়াড় এবং কোচের মতো খেলা উপভোগ করা উচিত এবং চাপ মুক্ত থাকা উচিত। তাদের কাজ তাদের সঠিকভাবে করতে দেওয়া উচিত। এক্ষেত্রে রেফারীদের সাহসী হওয়া প্রয়োজন। আগেও ভারতীয় ক্লাব ফুটবলে রেফারিং নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। একাধিক বিতর্কিত সিদ্ধান্তের সম্মুখীন হতে হয়েছে তাদের। এবার সেই বিষয়টি আবারও উসকে দিলেন বেঙ্গালুরু কোচ।