FC Goa: ফের জয়ের সরনীতে গোয়া, বেঙ্গালুরু বধ করার পর বিষ্ফোরক মার্কেজ

আইএসএলের (ISL) দুই লেগে ইমামি ইস্টবেঙ্গলের বিপক্ষে সহজেই এসেছিল জয়। তবে গত পাঞ্জাব ম্যাচে কোনোরকমে হার বাঁচিয়ে ছিল এফসি গোয়া (FC Goa)। যা নিয়ে স্বাভাবিকভাবেই…

Fc Goa

আইএসএলের (ISL) দুই লেগে ইমামি ইস্টবেঙ্গলের বিপক্ষে সহজেই এসেছিল জয়। তবে গত পাঞ্জাব ম্যাচে কোনোরকমে হার বাঁচিয়ে ছিল এফসি গোয়া (FC Goa)। যা নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তায় পড়ে গিয়েছিল সকলে। আসলে এবারের এই ফুটবল টুর্নামেন্টে ট্রফি জয়ের পাশাপাশি লিগশিল্ড জয়ের অন্যতম দাবিদার এই ফুটবল ক্লাব। তাই এই পরিস্থিতিতে তলানিতে থাকা দলগুলির বিপক্ষে আটকে যাওয়া অনেকটাই ব্যাক ফুটে ঠেলে দিতে পারে গোয়াকে।

তবে সেখান থেকেই ঘুরে দাঁড়িয়েছে মানালো মার্কেজের ছেলেরা। বৃহস্পতিবার নিজেদের হোম গ্রাউন্ডে তারা পরাজিত করেছে সুনীল ছেত্রীর শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে (Bengaluru FC)। যারফলে, আবারও জয়ের সরণীতে এই ফুটবল ক্লাব।

ম্যাচের প্রথম দিকে বেঙ্গালুরু এফসি এগিয়ে গেলেও সেই গোল নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। রেফারির তরফ থেকে এটিকে গোল হিসেবে দেখা হলেও সেই নিয়েই পরবর্তীতে সন্দেহ প্রকাশ করেছেন গোয়া দলের কোচ। তবে এক গোলের ব্যবধান বেঙ্গালুরু এফসি এগিয়ে গেলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের ঠিক ২২ মিনিটের মাথায় গোল করে দলকে সমতায় ফেরান ওডেই ওনান্ডিয়া। তারপর থেকে সময় যত এগিয়েছে ততই আক্রমণ প্রতি আক্রমণে তৎপর হয়েছে দুই দল। তবে দ্বিতীয়ার্ধে শেষের দিকে জয়সূচক গোল করেন বরিস সিং। এই ম্যাচ থেকে ৩ পয়েন্ট পাওয়ার দরুন অনায়াসেই শিল্ডের দৌড়ে টিকে থাকল গোয়া। যদিও এক্ষেত্রে নজর রাখতে হবে অন্যান্য দলগুলির ওপর।

তবে ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেঙ্গালুরু এফসির গোল নিয়ে প্রশ্ন তোলেন মার্কেজ। তিনি বলেন, শিভাল্ডোর গোল প্রথমেই আমাদের পিছিয়ে দিয়েছিল। যা কিছুটা হলেও প্রভাব ফেলেছিল প্রতিপক্ষ দলের পারফরম্যান্সে।‌ তবে বেঞ্চ থেকে দেখলে এটি সম্পূর্ণভাবে অফসাইড ছিল। তবে রেফারি এই বিষয়ে খুব একটা গুরুত্ব দেননি। তবে যখন এটিকে টিভিতে দেখা হচ্ছে, তখন পুরোপুরি এটিকে অন সাইড মনে হয়েছে। এক্ষেত্রে মূলত রেফারির সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলেছেন স্প্যানিশ কোচ।