ঝেঁপে বৃষ্টি আসছে বাংলার এই ৮ জেলায়

   তীব্র গরমে নাজেহাল (WB Weather Update) দক্ষিণবঙ্গ। এদিকে উত্তরে ঝোড়ো ব্যাটিং করছে বর্ষা। দক্ষিণে বর্ষা প্রবেশ করতে বেশ কিছু দিন সময় লাগবে বলে জানিয়েছে…

  

তীব্র গরমে নাজেহাল (WB Weather Update) দক্ষিণবঙ্গ। এদিকে উত্তরে ঝোড়ো ব্যাটিং করছে বর্ষা। দক্ষিণে বর্ষা প্রবেশ করতে বেশ কিছু দিন সময় লাগবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া বিভাগ। দক্ষিণবঙ্গে আগামী দু’দিন তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি (WB Weather Update) পেতে পারে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাদের সতর্কতা জারি করা হয়েছে।

পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলায় আগামী বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি থাকছে। বীরভূমে আগামী মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ চলতে পারে। এই তিন জেলায় তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন তাপমাত্রার হেরফের হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।

   

আজ, সোমবার উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলায় (দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি) ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে আজ মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার এই ৮ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

পেট্রোলের দাম নামল ৮২.৪২ টাকায়, কলকাতায় কত রেট জানেন?

১২ জুন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় মাঝারি বৃষ্টিপাত হবে। জেলাগুলি হল – বীরভূম, মুর্শিদাবাদ এবং দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হবে। বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলবে। বজ্র-বিদ্যুতেরও দাপট থাকবে।

ওই দিন উত্তরের ওপরের পাঁচটি জেলায় (দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি) ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে।

এবারও পূর্ণমন্ত্রী পেল না বাংলা, বিজেপিকে ‘বাঙালি বিদ্বেষী’ বলে তোপ দেবাংশুর

১৩ জুন দক্ষিণবঙ্গে সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরের ওপরের পাঁচটি জেলায় (দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি) ভারী থেকে অতিভারী বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে। ১৪ এবং ১৫ জুন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

১৪ এবং ১৫ জুন উত্তরের ওপরের পাঁচটি জেলায় (দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি) ভারী থেকে অতিভারী বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে।

টাকার অভাবে নির্বাচনে না দাঁড়িয়েও মন্ত্রী নির্মলা!