ছাত্রীকে নিয়ে পোস্ট ভিত্তিহীন দাবি তুলে ধর্নায় বিশ্বভারতীর উপাচার্য

বিশ্বভারতীর পরিবেশ রক্ষার্থে ফের ধর্নায় বসলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। বিশ্ববিদ্যালয়ের সকল উপাচার্যদের নিয়ে এই ধর্না। আজ সকাল ৯ টা থেকে এই ছবি নজরে এসেছে…

বিশ্বভারতীর পরিবেশ রক্ষার্থে ফের ধর্নায় বসলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। বিশ্ববিদ্যালয়ের সকল উপাচার্যদের নিয়ে এই ধর্না। আজ সকাল ৯ টা থেকে এই ছবি নজরে এসেছে বিশ্ব বিদ্যালয়ের চত্বরের সামনে।

সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুতে ব়্যাগিং হওয়ার ঘটনাটি সামনে এসেছে। এবার বিশ্বভারতীর এক ছাত্রী সমাজমাধ্যমে গ্রুপে একটি পোস্ট করেছেন। যে, সংগীত বিভাগের এক ছাত্রী দীর্ঘদিন ধরে শারীরিক এবং মানসিকভাবে অত্যাচারিত হচ্ছে। এই ঘটনা নিয়ে রীতিমতো বিতর্কের সৃষ্টি হয়েছে।

   

তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি এই ঘটনা সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন। এই অপবাদ সামনে আসার পর রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী কলুষিত এবং অপবিত্র হচ্ছে বলে তাদের দাবি। নষ্ট হচ্ছে বিশ্বভারতীর পরিবেশ। আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সংগীত ভবনের মূল মঞ্চে ধর্নায় বসেছেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অধ্যাপিকা মহুয়া বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, পোস্টটি সমাজ মাধ্যমের ছড়িয়ে পড়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। যার ফলে বিশ্বভারতীর নীতি কলুষিত হয়েছে। এর প্রতিবাদেই সোমবার সকাল থেকে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী নেতৃত্বে অন্যান্য উপাচার্যরা বিক্ষোভে ধর্নায় বসেছেন।