Suvendu Adhikari: ‘একা রামে ভরসা নাই…’ লোকসভা ভোটে বাম নেতাদের মাঠে নামাবেন শুভেন্দু

লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপির হয়ে প্রচার করতে প্রবীন বাম নেতাদের চান শুভেন্দু অধিকারী। জেলার খেজুরিতে জনসভা থেকে রাজ্যের বিরোধী দলনেতার (Suvendu Adhikari) দাবি,…

লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপির হয়ে প্রচার করতে প্রবীন বাম নেতাদের চান শুভেন্দু অধিকারী। জেলার খেজুরিতে জনসভা থেকে রাজ্যের বিরোধী দলনেতার (Suvendu Adhikari) দাবি, একাধিক সিপিআইএম নেতার সাথে আমার কথা হয়েছে। জনসভা থেকে শুভেন্দু অধিকারীর এমন দাবির পর জেলা ও রাজ্য বাম মহলে চাঞ্চল্য। তবে সিপিআইএমের একাংশ নেতার কটাক্ষ, শুভেন্দুর আর ‘একা রামে ভরসা নেই’। বিরোধী দলনেতার বার্তা উড়িয়ে দিচ্ছেন বাম নেতারা।

খেজুরিতে বিজেপির জনসভায় পুলিশের অনুমতি মেলেনি। পরে আদালতের নির্দেশে বিজেপির সভা হয়। সেই সভায় নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, লোকসভা ভোটে বিজেপির হয়ে প্রচারে বরিষ্ঠ সিপিআইএম নেতাদের মাঠে নামাব। তিনি বলেন, সিপিএমের অনেক প্রবীণ নেতা আছেন। তাদের আবার দরকার আছে। সিপিএমের বরিষ্ঠ নেতারা বাড়িতে বসে আছেন। তাদের সাথে আমার কথা হয়েছে

   

শুভেন্দু অধিকারীর দাবির পর সিপিআইএম কেন্দ্রীয় কমিটির নেতা সুজন চক্রবর্তীর কটাক্ষ, উনি তো এতদিন বলতেন তৃণমূলের সব এমএলএ-়রা সব ওর সাথে টাচে আছে। একেকদিন একেকরকম কথা বলছেন কেন? বড্ড তালেগোলে পড়ে গেছেন। দুরাশা করা ভালো না। ওটা ভাসিয়ে দেওয়ার মতো কথা। পশ্চিমবঙ্গকে বাঁচাতে গেলে বিজেপি ও তৃ়নমূলের বিরুদ্ধে লড়তে হবে। বারো বছর ধরে শুভেন্দু ও মমতা ব্যানার্জির বাধা সত্তেও তারা লালঝাণ্ডা তুলে রেখেছেন।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জনসভা থেকে সিপিআইএম নেতাদের বিজেপির প্রচারক করার বার্তায় প্রশ্ন উঠছে লোকসভা ভোটে কি দলের ভোটে ধসের আতঙ্কিত। জেলা তৃ়নমূলের কটাক্ষ, বাম-রাম এক হলেও শুভেন্দুর পতন নিশ্চিত।