বিক্ষোভের আগুনে জ্বলছে সন্দেশখালি, TMC নেতার বাড়িতে চড়াও মহিলারা

দফায় দফায় অশান্ত হয়ে উঠছে উত্তর ২৪ পরগণার ছোট্ট গ্রাম সন্দেশখালি (Sandeshkhali)। গত ৫ জানুয়ারি হঠাৎ করেই আলোচনায় আসে সন্দেশখালীর নাম। গোটা দেশ জানতে পারে,…

দফায় দফায় অশান্ত হয়ে উঠছে উত্তর ২৪ পরগণার ছোট্ট গ্রাম সন্দেশখালি (Sandeshkhali)। গত ৫ জানুয়ারি হঠাৎ করেই আলোচনায় আসে সন্দেশখালীর নাম। গোটা দেশ জানতে পারে, ইডির টিম অভিযানের জন্য সেখানে পৌঁছালে সেখানে হামলা হয়। আর এই হামলা চালিয়েছে তৃণমূল নেতার (TMC) শাহজাহান শেখের সমর্থকরা। অন্তত অভিযোগ তেমনই। যদিও এই ঘটনার পর থেকে পলাতক শাহজাহান (Shahjahan Sheikh)।

এদিকে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির পোলপাড়া গ্রামে তৃণমূল নেতা শঙ্কর সর্দারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাঁর স্ত্রীর অভিযোগ, স্থানীয় মহিলারা বাড়িতে প্রবল ভাঙচুর চালিয়েছে। এলাকায় পুলিশ আধিকারিকরা মোতায়েন রয়েছেন। এদিকে স্থানীয় এক মহিলা বলেন, “আমরা একটি এনজিওতে কাজ করতাম। আমাদের জন্য মালপত্র একটি ট্রাকে আসত। কিন্তু অজিত মাইতি ও শঙ্কর আমাদের জিনিসপত্র ও দোকান লুঠ করেছে। তারা আমাদের কাজ করতে দেয়নি। আমরা আদিবাসী, তারা আমাদের জমি, জঙ্গল ও জল কেড়ে নিয়েছে।”

   

শঙ্কর সর্দারের স্ত্রী বলেন, “মহিলারা জোর করে আমাদের বাড়িতে ঢুকে ভাঙচুর করে। আমার স্বামী তৃণমূলে তাই মহিলারা তাঁর বিরুদ্ধে প্রতিবাদ করছেন। বিরোধীরা তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে। শঙ্কর সর্দার বাড়িতে নেই।” অভিযোগ রয়েছে, শাহজাহানের ওপর শাসক দলের আশীর্বাদ রয়েছে। এ কারণে তিনি স্থানীয় লোকজনের জমি দখল শুরু করেন। শাহজাহানের এতটাই প্রতিপত্তি যে কেউ যদি সরাসরি জমি হস্তান্তর না করে তাহলে সে টার্গেট হয়ে যাবে। বহু স্থানীয় মানুষের অভিযোগ, জমি দিলেও শান্তিতে থাকতে পারতেন না কেউ। অত্যাচার চলতও। এমনকি স্থানীয় বহু মহিলাকে পার্টি অফিসে ডেকে ধর্ষণের অভিযোগ অবধি ওঠে।