ঘন ঘন চা-বিড়িতে পঞ্চায়েত বিশ্লেষণ, অশীতিপর বিমান বসু পেয়েছেন ‘পুরনো সেই গন্ধ’

লাল চা, বিড়ি আর ভোট হিসেব মাঝে মধ্যে সিগারেট। মুজফ্‌ফর আহমদ ভবন তথা লাল বাড়ির বড়বাবুর দম ফেলার সময় নেই। বড়বাবু-বিমান বসু। রাজ্য তথা দেশের…

লাল চা, বিড়ি আর ভোট হিসেব মাঝে মধ্যে সিগারেট। মুজফ্‌ফর আহমদ ভবন তথা লাল বাড়ির বড়বাবুর দম ফেলার সময় নেই। বড়বাবু-বিমান বসু। রাজ্য তথা দেশের অন্যতমম রাজনৈতিক ব্যক্তিত্ব, বাম নেতা (Biman Bose) তিনি। যাঁকে নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের কৌতুহল থাকে সবসময়।

পঞ্চায়েত ভোটের আবহে চর্চায় উঠে আসছে আলিমুদ্দিন স্ট্রিটের লাল বাড়ির বড়বাবু  রাজ্যটাকে হাতের তালুর মতো চেনেন। এ রাজ্যের হাজার হাজার গ্রাম-কে গ্রাম, রাস্তার মোড় তাঁর বহু চেনা। এমনটা আর একজনই চেনেন-মমতা বন্দ্যোপাধ্যায়।

পঞ্চায়েত ভোট এসে গেছে। একদা রাজ্য শাসক সিপিআইএম এক যুগের বেশি ক্ষমতার বাইরে। গত বিধানসভার ভোটে বিধানসভাতেই শূন্য হয়ে গেছে বাম পক্ষ। তবে গত পুরভোট থেকে বামেরা উঠে এসেছে দ্রুত। বিধানসভায় বিরোধী দল বিজেপির উপরেই এখন তাদের অবস্থান।

ভোটের আবহে রাজ্য গরম। সূত্রের খবর, সিপিআইএমকেই মূল বিরোধী পক্ষ ধরে নিয়ে তৃণমূল কংগ্রেস তার রণনীতি তৈরি করেছে। এদিকে বিভিন্ন জেলায় চলছে শাসক শিবির থেকে বাম শিবিরে যোগদান পর্ব।

বাধা দিলেই হবে প্রত্যাঘাত। পঞ্চায়েতে প্রত্যাঘাত করবে সিপিআইএম এমনই বার্তা দলটির রাজ্য দফতর মুজফ্ফর আহমদ ভবন থেকে জেলায় জেলায় ছড়িয়েছে। সিপিআইএম রাজ্য কমিটির বার্তা পেয়ে দলীয় কর্মীরা কোমর বেঁধে নেমেছেন। জানা যাচ্ছে সিপিআইএমে এখন চলছে ‘রানিনগর দাওয়াই’, ‘ডোমকল ওষুধ’ পর্ব। একের পর এক জেলায় চলছে পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা ঘিরে শাসক দল তৃ়ণমূলের সাথে সংঘর্ষ।

এই পরিস্থিতিতে রাজ্য দফতরে রাত-দিন বিমান বসু। অশীতিপর বামফ্রন্ট চেয়ারম্যান মজে আছেন লাল চা, বিড়ি আর গোটা রাজ্যের পঞ্চায়েত পরিসংখ্যান হিসেবে। রাজনৈতিক মহলের চালু কথা, মানুষটা এমনই। একেবারে কলকাত্তাইয়া তবে এমন গ্রাম চেনা লোক বঙ্গজ বাম শীর্ষ রাজনীতিক প্রায় বিরল।

২০১১ সালে সাড়ে তিন দশকের বাম শাসনের অবসানের পর সতীর্থরা একে একে ঘরে ঢুকে গেছেন। কেউ প্রয়াত, কেউ নিজেকে গুটিয়ে নিয়েছেন, কেউ অসুস্থ। তবে বিমান বসু অক্লান্ত। আশি পার করেও ভয়াবহ করোনা সংকট সময়ে সরকারি পরিষেবার দাবিতে মিছিল করেছেন অবিরত। সেই বিমান বসু এখন ভোটের গন্ধে মাতোয়ারা। কী গন্ধ পেয়েছেন তিনি? রাজনৈতিক কানাঘুষো চলছে বিমান বসুর নিজস্ব বিশ্লেষণ, পঞ্চায়েত ভোট থেকে বাম শক্তির ঘুরে দাঁড়ানো শুরু হবে রাজ্যে। দিনরাত সেই তথ্যই হাতড়াচ্ছেন তিনি।