কামাখ্যা যাচ্ছেন? মন্দির বন্ধের সময় জেনে নিন

জুন ২২-২৬ অম্বুবাচী মেলার সময় কামাখ্যা মন্দির বন্ধ থাকবে রাত ৯ টা থেকে ভোর ৫ টা অবধি। অসমের মন্ত্রী জয়ন্ত মাল্লাবারুয়া জানিয়েছেন যে অম্বুবাচী মেলার…

জুন ২২-২৬ অম্বুবাচী মেলার সময় কামাখ্যা মন্দির বন্ধ থাকবে রাত ৯ টা থেকে ভোর ৫ টা অবধি। অসমের মন্ত্রী জয়ন্ত মাল্লাবারুয়া জানিয়েছেন যে অম্বুবাচী মেলার সময় রাত ৯ টার পর কামাখ্যা দেবালয়ের মূল গর্ভগৃহের দিকে যাওয়ার পরিকল্পনাকারী ভক্তদের এখন প্রাঙ্গণ ত্যাগ করতে হবে।

কামাখ্যা মন্দিরে ১০ জুন বৈঠক হয়। মন্দির কর্তৃপক্ষের সাথে আসন্ন অম্বুবাচী মেলার প্রস্তুতি সম্পর্কে বৈঠকে আলোচনা হয়। সেই বৈঠকের শেষে মন্ত্রী জয়ন্ত মাল্লাবারুয়া জানান যে ভির কমাতে রাত ৯ টার আগেই ভক্তদের প্রাঙ্গণ ছাড়তে হবে, যারা কামাখ্যা দেবালয়ের মূল গর্ভগৃহের দিকে যাওয়ার পরিকল্পনা করবেন।

কামাখ্যা দেবালয়ের মূল গর্ভগৃহের দিকে যাওয়ার রাস্তা কতৃপক্ষ রাত ৯ টার পর বন্ধ করে দেবে। এরপর সেটি পরের দিন ভোর ৫ টায় খোলা হবে।

অম্বুবাচী মেলা শুরু হবে ২২ জুন এবং শেষ হবে ২৬ জুন। গুয়াহাটির নিলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যা মন্দির। মন্দিরটি সব থেকে পুরনো এবং এটি তান্ত্রিক চর্চার সবচেয়ে সম্মানিত কেন্দ্র। এই মন্দিরটি দেবী কামাখ্যাকে উৎসর্গ করা।