Vande Bharat: আবার সমস্যায় বন্দে ভারত, ভেঙে গেল ট্রেনের একাংশ

ফের বিপত্তি বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat)। পূর্ব বর্ধমান জেলার ভেদিয়া স্টেশনে আপ হাওড়া নিউজলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস দুর্ঘটনার কবলে। ভাঙল ট্রেনের পাদানি। ট্রেন দাঁড়িয়ে।…

ফের বিপত্তি বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat)। পূর্ব বর্ধমান জেলার ভেদিয়া স্টেশনে আপ হাওড়া নিউজলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস দুর্ঘটনার কবলে। ভাঙল ট্রেনের পাদানি। ট্রেন দাঁড়িয়ে। যাত্রীরা আতঙ্কিত।

বন্দে ভারত চলছিল নিজের গতিতে। আচমকা বিকট শব্দে আতঙ্কিত যাত্রীদের একাংশ। কানে তালা লেগে যাওয়ার মতো অস্বস্তিকর শব্দ। কয়েক সেকেন্ড পর ভীষণ জোরে একটা ঝাঁকুনি। সজোরে ব্রেক কষে তখন দাঁড়িয়ে গেছে বন্দে ভারত এক্সপ্রেস। প্রথমটায় যাত্রীরা কিছুই বুঝে উঠতে পারেননি। পিছনের কামরা থেকে তখন চিৎকার চেঁচামেচি শুরু হতে গার্ড ট্রেন থেকে নেমে দেখা শুরু করেন।

ট্রেনের পা দানি, অনেকগুলো কামরার পাদানির নীচের অংশ একেবাবে ভেঙে ঝুলছে। প্ল্যাটফর্মে ঢোকার মুখেই ধাক্কা লেগে যায় কোনওভাবে। ভেঙে যায় ট্রেনের একাধিক পা দানি। ফের বিপত্তি বন্দে ভারত এক্সপ্রেসে। এক ঘণ্টারও বেশি সময় ধরে স্টেশনে দাঁড়িয়ে থাকে ট্রেন। চরম ভোগান্তিতে যাত্রীরা।

বর্ধমানের ভেদিয়া স্টেশনে দাঁড়িয়ে পড়ে আপ হাওড়া নিউজলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। রেলসূত্রে জানা গিয়েছে, বর্ধমান রামপুরহাট লুপ লাইনের ভেদিয়া স্টেশনে ৭.৩৫ বন্দেভারত এক্সপ্রেস ঢোকে। কিন্তু দেখা যায়, ট্রেনের একাধিক কামরার পা দানি ঢেকে গেছে। ৮.৩৭ মিনিট পর্যন্ত দাঁড়িয়ে থাকে আপ হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। কীভাবে পা দানি ভাঙল, তা নিয়ে প্রশ্ন উঠছে।

রেলের আধিকারিকদের প্রাথমিক অনুমান, কোনও কারণে প্ল্যাটফর্মের সঙ্গে ধাক্কা লাগার জন্যই একাধিক কামরার সিঁড়ি ভেঙে যায়। রেল কর্মীরা মেরামতির কাজ করেন। তবে এই ধরনের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এখনও পর্যন্ত রেলের উচ্চ পদস্থ কর্তাদের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।