শিক্ষক নিয়োগে সিবিআইয়ের আতস কাঁচের তলায় পর্ষদ

এবার প্রাথমিক শুধু শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে এবার  সিবিআইয়ের নজরে প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্মচারীরা৷ দুর্নীতিতে একাধিক কর্মচারী জড়িত ছিলেন। অনুমান সিবিআইয়ের৷ ফলত প্রাথমিক শিক্ষা পর্ষদের…

west bengal SSC scam

এবার প্রাথমিক শুধু শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে এবার  সিবিআইয়ের নজরে প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্মচারীরা৷ দুর্নীতিতে একাধিক কর্মচারী জড়িত ছিলেন। অনুমান সিবিআইয়ের৷ ফলত প্রাথমিক শিক্ষা পর্ষদের একাধিক কর্মচারীদের আগামী দিনে তলব করতে পারে সিবিআই।

সিবিআই সূত্রে খবর,সিবিআইয়ের হাতে প্রাথমিক শিক্ষক নিয়ে যে সমস্ত তথ্য উঠে এসেছে তাতে স্পষ্ট যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনিয়ম হয়েছে। সেই অনিয়মের সঙ্গে পর্ষদের কোনও জড়িত রয়েছে। গোড়া থেকেই এমনটা সন্দেহ ছিল সিবিআইয়ের৷ এমনকি এবিষয়ে বেশ কিছু প্রমাণ সিবিআইয়ের হাতে আসার পরেই পদক্ষেপ নেওয়া হয়েছে।

অন্যদিকে, সিবিআইয়ের তরফে যে এফআইআর করা হয়েছে, তাতে ফাঁকা খাতায় নাম ও রোল নম্বর জমা দিয়ে নিয়োগের কথাও উল্লেখ রয়েছে। সিবিআইয়ের অনুমান, নিয়োগের সময় বিপুল অঙ্কের টাকার লেনদেন হয়েছে। এমনকি নিয়োগের ক্ষেত্রে স্বজনপোষণের অভিযোগ তুলেছে সিবিআই।

সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় তৎপর হয়েছে সিবিআই। ঘটনায় সম্প্রতি নাম জড়ানো চন্দন মণ্ডলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ১২০(বি), ৪২০, ৪৬৭,৪৬৮ এবং ৪৭১ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। সেইসঙ্গে দুর্নীতি দমনের ৭ ও ৮ নম্বর ধারা যোগ করা হয়েছে।