Ram Mandir: উদ্বোধনের দ্বিতীয় দিনেও রামলালার দর্শনে বিশৃঙ্খলা, বড় সিদ্ধান্ত নিল প্রশাসন

থিকথিকে ভিড় অযোধ্যায়। রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধন হতেই লাখ লাখ মানুষ একবার রামলালার দর্শন পেতে ভিড় করছেন। প্রথমদিনেই কমপক্ষে ৫ লক্ষ পুণ্যার্থী রাম মন্দিরের…

থিকথিকে ভিড় অযোধ্যায়। রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধন হতেই লাখ লাখ মানুষ একবার রামলালার দর্শন পেতে ভিড় করছেন। প্রথমদিনেই কমপক্ষে ৫ লক্ষ পুণ্যার্থী রাম মন্দিরের রামলালার দর্শন করেছেন। ভিড়ের চাপ এতটাই বেড়ে যায় যে সাময়িকভাবে রামলালার দর্শন বন্ধ করে দেওয়া হয়।

ভিড় সামালতে এবার বড় পদক্ষেপ যোগী সরকারের। অযোধ্যাগামী সমস্ত গাড়ি ঢোকায় নিষেধাজ্ঞা জারি করা হল। তবে তাতেও ভিড় খুব একটা কম নয়। বুধবার ভোরেই দেখা যায় ১ কিলোমিটার দীর্ঘ লাইন পড়েছে রামলালার দর্শনের জন্য।

সোমবার, ২২ জানুয়ারি উদ্বোধন হয় অযোধ্যার রাম মন্দিরের। মঙ্গলবার থেকে সাধারণ মানুষের জন্য রাম মন্দিরের দরজা খুলে যায়। প্রথমদিনেই ৫ লক্ষ পুণ্যার্থীর ভিড় হয়। আগে থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকলেও, এই বিপুল জনতাকে সামাল দিতে কার্যত হিমশিম খেতে হয় পুলিশকে। এরপর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সিদ্ধান্ত নেন, আপাতত ভিন রাজ্য থেকে আগত পুণ্যার্থীদের আসায় রাশ টানা হবে। বাইরে থেকে আগত গাড়ি অযোধ্যায় ঢুকতে দেওয়া হবে না।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাম মন্দিরে বিশৃঙ্খলা এড়াতেই বৈঠক করে অযোধ্যায় বাস-গাড়ি আসার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন এই নিষেধাজ্ঞা জারি থাকবে। অনলাইনে যা বুকিং হয়েছিল, তা বাতিল করে দেওয়া হয়েছে। বাসে করে যারা আসছিলেন, তাদেরও টিকিট বাতিল করে দেওয়া হয়। টিকিটের মূল্যও সঙ্গে সঙ্গেই ফিরিয়ে দেওয়া হয়।

ফের আজও, মন্দিরের দরজা খোলার আগে থেকেই ভক্তদের লম্বা লাইন দেখা যায়। সকাল ৬টা থেকে পুণ্যার্থীর লাইন এক কিলোমিটার পার করে যায়। সকাল থেকেই তৎপর পুলিশ ও ভলেন্টিয়াররা। পুলিশের তরফে জানানো হয়েছে, রামলালার দর্শনের জন্য তিনটি করে লাইন তৈরি করা হয়েছে। একসঙ্গেই তিনজন করে তিনটি লাইন থেকে ভক্তদের মন্দিরের ভিতরে পাঠানো হচ্ছে। বয়স্ক ও বিশেষভাবে সক্ষমদের দুই সপ্তাহ বাদে রাম মন্দিরে আসার অনুরোধ করা হয়েছে।