ED Raid: ইডি দেখল শাহজাহানের ঘর ফাঁকা, ‘তৃণমূলের বাঘ’ অধরা

সন্দেশখালিতে প্রথমবার গিয়ে আক্রান্ত হওয়ার ১৯ দিন বাদে আবার সেখানে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED Raid)। চার ঘণ্টা তল্লাশির পর এখনও বিশেষ কোনও নথি…

সন্দেশখালিতে প্রথমবার গিয়ে আক্রান্ত হওয়ার ১৯ দিন বাদে আবার সেখানে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED Raid)। চার ঘণ্টা তল্লাশির পর এখনও বিশেষ কোনও নথি মেলেনি বলে খবর।

বেবাক ফাঁকা। সব ফাঁকা! কিছুই নেই। সন্দেশখালির তৃণমূল বাঘ গতি গত ১৯ দিন ধরেই অধরা। তার বিরুদ্ধে ইডি অফিসারদের মারধরের নির্দেশ দেওয়ার অভিযোগ আছে।

দীর্ঘ প্রায় চার ঘণ্টা অতিক্রান্ত। রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে চলছে তল্লাশি চালিয়েছেন গোয়েন্দারা। আদতে কিছুই আসেনি ইডির হাতে। বাড়ির দুটি তালা ভেঙে ভিতরে প্রবেশ করার পর তার আলমারি, ট্রাঙ্ক, বিছানা-চাদর উল্টে ঘেঁটেঘুটে দেখেন গোয়েন্দারা। শাহজাহানের বাড়ির ছাদে পর্যন্ত পৌঁছান গোয়েন্দারা। জলের ট্যাঙ্কির ভিতরও দেখেন। কোনও নথি যদি পাওয়া যায়। সব কিছু খুঁটিয়ে খুটিয়ে দেখছেন তারা। নোট করছেন ল্যাপটপে।

প্রথম থেকেই প্রশ্ন উঠছিল এতদিন পর শাহজাহানের বাড়ি গিয়ে কি রেশন দুর্নীতির কোনও তথ্য পাওয়া যাবে? ইডি সূত্রে জানা গেল, চার ঘণ্টা তল্লাশির পর এখনও বিশেষ কোনও নথি মেলেনি। কিছু খালি ব্রিফকেস আছে। জামা কাপড় পাওয়া গিয়েছে শাহজাহানের আলমারি থেকে। তবে নথি কিন্তু কিছু নেই। গোয়েন্দারা মনে করছেন, শেখ শাহাজাহান পালিয়ে যাওয়ার আগে সমস্ত নথি নিয়ে গিয়েছেন।

উল্লেখ্য, আজ মোট ১৩ জন প্রবেশ করেন শাহজাহানের বাড়ির ভিতরে। এর মধ্যে ৬ জন আধিকারিক, ২ জন স্থানীয় সাক্ষী, ৩ জন ইডির সাক্ষী, ১ জন তালা ভাঙার লোক, ১ জন ইডি ভিডিয়োগ্রাফার। এ দিনের তদন্তে এই তৃণমূল নেতার বাড়িতে প্রবেশের আগে রাজ্য পুলিশের সঙ্গে বচসা বাধে ইডির। পুলিশ আধিকারিকরা ইডি আধিকারিকদের কাছে সার্চ ওয়ারেন্ট দেখতে চান। সেই সার্চ ওয়ারেন্টও দেখান গোয়েন্দারা। এরপরই ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় তাদের।