Uttar 24 Pargana: শাসনে আক্রান্ত তৃণমূল, ‘বোমা মারল দলেরই লোক’

বোমা মেরেছে দলেরই লোক! এই অভিযোগে তীব্র ক্ষোভ চলছে উত্তর ২৪ পরগনার (Uttar 24 Pargana) শাসনে। টিএমসি নেতাদের বাড়িতে বোমা পড়েছে। শুক্রবার সকাল থেকে রাত…

বোমা মেরেছে দলেরই লোক! এই অভিযোগে তীব্র ক্ষোভ চলছে উত্তর ২৪ পরগনার (Uttar 24 Pargana) শাসনে। টিএমসি নেতাদের বাড়িতে বোমা পড়েছে। শুক্রবার সকাল থেকে রাত গড়াল, শাসন এখনও সরগরম। বিক্ষোভ চলছে তৃণমূল কংগ্রেসের অন্তরেই।

তোলাবাজির বখরা নিয়ে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে কী পরিমাণ ভয়াবহ পরিস্থিতি তার প্রমাণ বীরভূমের রামপুরহাটের বগটু়ই গ্রামের গণহত্যার ঘটনা। আর উত্তর ২৪ পরগনার শাসনের অশান্ত হবার কারণ ভেডির বখরা বলে অভিযোগ।

   

শুক্রবার শাসনে হয় বোমাবাজি। ভাঙচুর করা হয় একাধিক বাড়ি। ঘটনাস্থলে শাসন থানার পুলিশ গেলেও গরম হয়ে আছে পরিস্থিতি।

জানা গিয়েছে, শাসনের তেহাটা গ্রামে বছর তিনেক আগে রাজনৈতিক কারণে খুন হয় আব্দুল সামাদ আলি। অভিযোগের তারই ভাইপো মোতালেবের দিকে। দীর্ঘদিন ধরে মোতালেব এলাকা ছাড়া ছিল। হাইকোর্টের নির্দেশে মাস দুয়েক আগে মোতালেব বাড়ি ফেরে। তার এই বাড়ি ফেরা কে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়ছে থাকে শাসনে।

Advertisements

অভিযোগ গতকাল রাতে মোতালেব তার সাঙ্গপাঙ্গোদের নিয়ে একাধিক বাড়িতে বোমাবাজি করে ভাঙচুর চালায়। টিএমসির গোষ্ঠি কোন্দলের জেরে এই বোমাবাজি ভাঙচুর বোমাবাজি ভাঙচুর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এলাকায় উত্তেজনা। হামলা চালানো হয়েছে চার তৃণমূল নেতার বাড়িতে। আক্রান্তরা হলেন প্রভাস ঘোষ, দিলীপ ঘোষ, সঞ্জিত ঘোষ এবং হাকিম মোড়ল। তাদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা হামলা করেছে। 

শাসনের তেহাটার ভেড়ি এলাকায় তোলাবাজি বখরা নিয়েই গোষ্ঠীকোন্দল। অভিযোগ লক্ষ লক্ষ টাকার বখরা ভাগ হয় টিএমসি নেতাদের মধ্যে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News