CBI: বগটুই গণহত্যা তদন্তের মাঝে সিবিআই নিরপেক্ষতা নিয়ে সরব প্রধান বিচারপতি

সিবিআই (CBI) কি নিরপেক্ষ? এই প্রশ্ন উঠেছে বহুবার। সাম্প্রতিক রামপুরহাটের বগটুই গ্রামে গণহত্যার তদন্ত চালাচ্ছে তারা। এর মাঝেই সিবিআইকে অস্বস্তিতে ফেলে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান…

CBI

সিবিআই (CBI) কি নিরপেক্ষ? এই প্রশ্ন উঠেছে বহুবার। সাম্প্রতিক রামপুরহাটের বগটুই গ্রামে গণহত্যার তদন্ত চালাচ্ছে তারা। এর মাঝেই সিবিআইকে অস্বস্তিতে ফেলে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা।

তব্ প্রধান বিচারপতি সরাসরিতা কিছু বলেননি। শুক্রবার দিল্লিতে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারপতি রামানা। সেখানেই তিনি বলেন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নিরপেক্ষতা নিয়ে নানা প্রান্ত থেকে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছে।

বিচারপতি রামানার এমন মন্তব্যে আলোড়ন পড়েছে। বিশেষত যখন পশ্চিমবঙ্গে বগটু়ই গণহত্যার তদন্ত সিবিআই করছে। তৃণমূল কংগ্রেস আগেই বলে রেখেছে, তদন্তে পক্ষপাতিত্ব হলে রাজনৈতিক জবাব দেওয়া হবে। তবে এ রাজ্যে বিরোধী দল বিজেপি সিবিআই তদন্ত করে। সিপিআইএম, কংগ্রেসের তরফেও সঠিক তদন্তের দাবি করা হয়।

আবার অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে সেখানকার বিরোধী দলগুলি সিবিআই তদন্তকে পক্ষপাতদুষ্ট বলে দাবি করে। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সিবিআই এবং ইডিকে বিরোধীদের দমন করার কাজে লাগানোর অভিযোগ উঠেছে। বিরোধীদের সেই অভিযোগকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা প্রশ্ন তুললেন সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে।