সন্দেশখালির উত্তমের বিরুদ্ধে খুনের অভিযোগ, জেল হেফাজতের নির্দেশ আদালতের

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: সন্দেশখালি কাণ্ডে এমনিতেই জেরবার গোটা রাজ্য৷ তার মধ্যেই নতুন করে উঠল খুনের অভিযোগ৷ অভিযুক্ত সন্দেশখালি কান্ডের নায়ক শেখ শাহজাহান ঘনিষ্ট উত্তম ওরফে…

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: সন্দেশখালি কাণ্ডে এমনিতেই জেরবার গোটা রাজ্য৷ তার মধ্যেই নতুন করে উঠল খুনের অভিযোগ৷ অভিযুক্ত সন্দেশখালি কান্ডের নায়ক শেখ শাহজাহান ঘনিষ্ট উত্তম ওরফে সুশান্ত সর্দার৷ খুনের মামলায় বুধবার অভিযুক্ত উত্তমকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়৷

আদালতে তার আইনজীবী সঞ্জয় দাস জানিয়েছেন, গত বছর আগষ্ট মাসে বনগাঁর ট্যাংরা কলোনী এলাকায় বিষ্ণু মন্ডল নামে এক ব্যক্তি খুন হন৷ ওই ঘটনায় মৃত ব্যক্তির স্ত্রী ঝর্না মন্ডলের অভিযোগে দুই অভিযুক্তকে ঘটনার কয়েকদিনের মধ্যেই গ্রেফতার করে পুলিশ৷ ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ৷

পরে অভিযুক্তরা জামিনে ছাড়া পেয়ে যায়৷ এরই মধ্যে তদন্তে নেমে পুলিশ জানতে পারে স্ত্রীর যোগ সাজেশেই খুন করা হয়েছে ওই ব্যক্তিকে৷ এই পর্যন্ত সবই ঠিক ছিল৷ এরই মধ্যে চলতি বছর ১৩ ফেব্রুয়ারি ওই খুনের মামলায় সন্দেশখালির উত্তম সর্দার ওরফে সুশান্তকে যুক্ত করে পুলিশ৷

বুধবার অভিযুক্তকে বনগাঁ মহাকুমা আদালতে তোলা হলেও ধৃতের বিরুদ্ধে ওই খুনে যুক্ত থাকার কোনও তথ্য প্রমাণ আদালতে পেশ করতে পারেনি পুলিশ৷ এদিন আসামী ও সরকারি দু’পক্ষের আইনজীবীদের দীর্ঘ সওয়াল জবাবের পর বনগাঁ আদলতের অতিরিক্ত মুখ্য বিচারক বিপ্লব শী অভিযুক্তের পুলিশি হেফাজতের আবেদন নাকচ করে তাকে জেল হেফাজতের নির্দেশ দেন৷

আদালতে যাওয়ার পথে উত্তম জানায়, সে নির্দোষ৷ এর আগে সে কোনওদিন বনগাঁয় আসেনি৷ এমনকি খুন হওয়া বিষ্ণু মন্ডল ও অভিযোগকারিনী মহিলা তার অপরিচিত৷ ইচ্ছাকৃতভাবে পুলিশ এই মামলায় উত্তমকে যুক্ত করেছে বলে জানান তার আইনজীবী৷