Panchayat Election: রাজ্যপালকে কড়া ভাষায় আক্রমণ তৃণমূলের মুখপাত্র কুণালের

পঞ্চায়েত ভোটকে (Panchayat Election) কেন্দ্র করে ফের রাজ্য রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে। রাজ্য নির্বাচন কমিশনারের জয়েনিং রিপোর্ট ফেরানো নিয়ে রাজ্যপালকে কড়া ভাষায় আক্রমণ তৃণমূলের মুখপাত্র কুণাল…

Kunal Ghosh, attack, Governor

পঞ্চায়েত ভোটকে (Panchayat Election) কেন্দ্র করে ফের রাজ্য রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে। রাজ্য নির্বাচন কমিশনারের জয়েনিং রিপোর্ট ফেরানো নিয়ে রাজ্যপালকে কড়া ভাষায় আক্রমণ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh)। ভোট পণ্ড করার চেষ্টা করলে ‘সিভি আনন্দ বোস বাংলা থেকে দূর হবে’ স্লোগান তুলবে বলে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন তিনি। একই সঙ্গে রাজ্যপালকে বিজেপির পাঠানো লোক বলেও তোপ দাগলেন তৃণমূল নেতা।

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) রাজ্যপালকে কটাক্ষ করে বলেন, “আমরা বেশ কয়েকদিন ধরেই লক্ষ্য করছি, যে রাজ্যপালকে আমরা যতই সম্মান দিই, শেষ পর্যন্ত যে ঝার থেকে আসবে বাঁশ সেই ঝারেরই তো হবে। বিজেপির পাঠানো লোক বিজেপির মতোই আচরণ করবে।

   

মনোনয়ন পর্ব থেকে গোটা রাজ্য শান্ত, অশান্তির দোষ বিরোধীদের এমন দাবি করে তিনি আরো জানিয়েছেন, বিরোধীদের মূল চেষ্টা হল এই যে ৬১ হাজার বুথ তাতে শান্তিপূর্ণভাবে সবকিছু হচ্ছে পাঁচ, ছয়টা জায়গায় বিরোধীরা অশান্তি করছে। এটা দেখাতে রাজ্যপালকে কোনও ভাবে প্রভাবিত করবে, বাহিনী আনতে বলবে। সেই জায়গায় রাজ্যপাল তাতে ধুনো দিচ্ছেন।

রাজ্যপাল বাংলা থেকে দূর হবে এমন মন্তব্য করে তিনি বলেন, “বিজেপিরা এবার গোহারা হারবে। সেটা বুঝতে পেরে ভোট টাকে তারা অনিশ্চয়তায় ফেলে দেওয়ার চেষ্টা করছে। রাজ্যপাল যদি এবার ভোট পিছিয়ে দেওয়ার চেষ্টা করে বিজেপির এই গোহারা আর তৃণমূলের এই জয়টাকে যদি ঢাকার চেষ্টা করে তাহলে স্লোগান হবে বিরোধীরা তো হারবেই আর সিভি আনন্দ বোস বাংলা থেকে দূর হবে”।

কুণাল ঘোষের (Kunal Ghosh) মন্তব্যকে ভৎসনা করে তার বিরুদ্ধে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ” এত কদর্য ভাষায়, এত নিন্ম রুচির যে পরিচয় দিচ্ছে তৃণমূল। একজন সাংবিধানিক প্রধানকে আক্রমণ করতে গিয়ে। সেটা ভারতবর্ষের কোনো মানুষ এর আগে শোনেনি। দেশের ইতিহাসে এই পরিস্থিতি ও মানুষ কোনদিন দেখেনি যে একজন সাংবিধানিক প্রধান যিনি অ্যাপয়েন্টিং অথরিটি নির্বাচন কমিশনারের তিনি তাকে ডেকে পাঠাচ্ছেন উনি বলছেন আমি ব্যস্ত আমি যেতে পারব না।

নির্বাচন কমিশনকে কটাক্ষ করে তিনি আরো বলেন, “এই ধরনের একজন ব্যক্তি যার স্বৈরতান্ত্রিক মনোভাব সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে এরকম আচরণ করে এতটাই ঔদ্ধত্য প্রকাশ করছেন। এই মুহূর্তে কি তার এই চেয়ারে বসে থাকার কোনো অধিকার আছে? রাজ্যপাল চাইছেন সাংবিধানিক নিয়মের মধ্যে থেকে রাজ্যবাসীর জন্য শান্তি এবং সুষ্ঠু একটা পরিবেশ বুঝিয়ে রাখতে সেখানে তৃণমূল বাধা দিচ্ছে”।